নিজস্ব প্রতিবেদন : চলছে রমজান মাস। আর মাত্র কয়েকটি দিন পরেই রয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ইদ। আর এই রমজান মাস চলাকালীন ইদের আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বোনাস ঘোষণা করে খুশির খবর দিল নবান্ন।
নবান্নের তরফ থেকে মঙ্গলবার অ্যাডহক বোনাস বা উৎসব ভাতার কথা ঘোষণা করা হয়েছে। এই মর্মে রাজ্য সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বছর উৎসব ভাতা হিসেবে সর্বোচ্চ ৪৮০০ টাকা প্রদান করবে রাজ্য সরকার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য সরকার কর্মচারী যাদের মাসিক বেতন ৩৭ হাজার টাকার কম তারা এই বোনাস পাবেন। এই নিয়মের আওতায় রাজ্যের প্রতিটি সরকারি কর্মচারী রয়েছেন। তবে ইদের আগে ইসলাম ধর্মাবলম্বী রাজ্য সরকার কর্মচারীরা এই বোনাসের সুযোগ পাবেন। একইভাবে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মচারীরা দুর্গা পুজোর আগে এই বোনাসের সুবিধা পাবেন।
রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইসলাম ধর্মাবলম্বী নন এমন সরকারি কর্মচারীরা আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে রাজ্য সরকার প্রদত্ত এই বোনাসের টাকা পেয়ে যাবেন। এমনকি এই বোনাসের টাকা দেওয়া হবে রাজ্যের পার্শ্ব শিক্ষক ও এসএসএম কর্মীদেরও। এমনকি যারা চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন তারাও এই বোনাসের সুযোগ পাবেন।
রাজ্য সরকার মঙ্গলবার যে বিজ্ঞপ্তি পেশ করেছে তাতে জানিয়েছে, রাজ্যের যে সকল কর্মচারীদের মাসিক বেতন ৩১ মার্চের আগে পর্যন্ত ৩৭ হাজার টাকার কম ছিল তারা এই বোনাসের সুযোগ পাবেন। বোনাসের ক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ ৪৮০০ টাকা তুলে দেওয়া হবে।