নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য সুখবর দেওয়া হল। এই সুখবর দেওয়া হয়েছে মূলত স্বাস্থ্য ক্ষেত্রে সুবিধা বৃদ্ধি করার পরিপ্রেক্ষিতে। ইতিমধ্যেই এই বিষয়ে অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে।
সম্প্রতি অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে জানায়, এবার থেকে স্বাস্থ্যবীমায় আরও বেশি পরিমাণ ক্যাশলেস সুবিধা পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এবং অবসরপ্রাপ্তরা। এই ঘোষণার ফলে স্বাভাবিকভাবেই রাজ্যের সরকারি কর্মচারীরা এবং অবসরপ্রাপ্তরা অনেক বেশি উপকৃত হবেন।
রাজ্য অর্থ দপ্তরের ঘোষণায় বলা হয়েছে, সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তরা যদি এখন হাসপাতালে ভর্তি হন সেক্ষেত্রে আগের তুলনায় অনেক বেশি সুবিধা পাবেন। তবে এই সকল সুবিধা তারাই পাবেন যাদের নাম নথিভুক্ত রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বীমা প্রকল্পে। কি সুবিধা বৃদ্ধি করা হল?
জানানো হয়েছে, স্বাস্থ্য বীমা প্রকল্প ক্যাশলেস সুবিধার পরিমাণ ৫০ হাজার টাকা বাড়িয়ে দেড় লক্ষ টাকা করা হল। এর ফলে হাসপাতালে ভর্তি হওয়া কোন সরকারি কর্মচারী অথবা অবসরপ্রাপ্ত কোনরকম নগদ খরচ না করেই দেড় লক্ষ টাকা পর্যন্ত পরিষেবা পাবেন।
অন্যদিকে এর পাশাপাশি ইতিমধ্যেই রাজ্য অর্থ দপ্তর অ্যাড-হক বোনাসের ঘোষণা করে দিয়েছে। এই ঘোষণা অনুযায়ী যাদের মাসিক বেতন ৩৭ হাজার টাকার কম, তারা এই বোনাসের সুযোগ পাবেন। বোনাস হিসাবে তাদের দেওয়া হবে ৪৮০০ টাকা। চুক্তিভিত্তিক কর্মীরাও এই বোনাসের সুবিধা পাবেন। ইসলাম ধর্মাবলম্বী সরকারি কর্মচারীদের ঈদের আগে এবং বাকিদের দুর্গা পুজোর আগেই এই বোনাস দেওয়া হবে।