হোসনা গানে সারমেয়র দুর্দান্ত নাচ, মুহূর্তে ভাইরাল ভিডিও

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রতিনিয়ত নানান ধরনের ভিডিও ভাইরাল হতে লক্ষ্য করা যায়। উল্লেখযোগ্য বিষয় হলো এই সকল ভাইরাল হওয়া ভিডিওগুলির মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ে পশুপাখি অর্থাৎ অবলা প্রাণীদের। সেই রকমই একটি সারমেয়র ভিডিও ভাইরাল হয়েছে যা নেটিজেনদের নজর কেড়েছে।

Advertisements

এমনিতেই সারমেয়দের ভিডিও এবং তাদের কাহিনী সোশ্যাল মিডিয়ায় আলাদা ভাবে নজর কাড়ে। কারণ এই পোষ্য সারমেয়রা মানুষের সঙ্গে সঙ্গে থেকে তাদের হাবভাব অনেকটাই আয়ত্ত করে নেয়। যেমনটা ভাইরাল হওয়া এই ভিডিওতে লক্ষ্য করা গিয়েছে। ভাইরাল হওয়া এই ভিডিওতে লক্ষ্য করা গিয়েছে একটি সারমেয়র দুর্দান্ত নাচ।

Advertisements

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা ইতিমধ্যেই ৩ মিলিয়নের বেশি মানুষ দেখে ফেলেছেন। কারণ আগেই বলা হয়েছে, সারমেয়র দুর্দান্ত নাচ। যেভাবে সারমেয়টি নিজের সামনের দু’পা তুলে নাচ দেখিয়েছে, তা সচরাচর দেখা যায় না। এমনকি তার নাচ দেখে ঘটনাস্থলে উপস্থিত যুবক-যুবতীরাও অবাক।

Advertisements

ভাইরাল হওয়া ওই ভিডিওতে লক্ষ্য করা গিয়েছে, একটি রুমের মধ্যে কয়েকজন যুবক যুবতী হোসনা গানে নাচ করছেন। বলাই বাহুল্য তারা নাচের কোন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সেই সময় সেই ডান্সফ্লোরে হঠাৎ উপস্থিত হতে দেখা যায় ওই সারমেয়টিকে। তারপর তাকে যথেষ্ট উত্তেজিত হতে লক্ষ্য করা যায়। লেজ নাড়িয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় বেড়াতে লক্ষ্য করা যায়।

ওই সারমেয়টির এইভাবে ছোটাছুটির মাঝেই হঠাৎ থাকে এক জায়গায় দাঁড়িয়ে পড়তে দেখা যায়। তার পরেই দেখা যায় সামনের দুই পা তুলে ওই যুবক যুবতীদের মত নাচানাচি করতে। মাত্র কয়েক সেকেন্ডের জন্য ওই সারমেয়টি নিজের নাচ দেখালেও তা ছিল দুর্দান্ত। আর তা দেখেই ডান্সফ্লোরে উপস্থিত যুবক-যুবতীরা অবাক হয়ে যান এবং তারা তাদের নাচ থামিয়ে দিতে বাধ্য হয়। তারাও নাচ থামিয়ে হাসাহাসি শুরু করেন।

Advertisements