হুইলচেয়ারে চড়েই খাবার ডেলিভারি, কুর্নিশ Zomato-র ডেলিভারি বয়কে

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন বিভিন্ন সময় এমন এমন ভিডিও দেখা যায় যা মনের মনিকোঠায় আলাদা করে জায়গা করে নেয়। এই সকল ভিডিওগুলির মধ্যে নতুনত্ব কিছু থাকার কারণেই সেগুলি সোশ্যাল মিডিয়ার দর্শকদের নজর কাড়ে এবং ভাইরাল হয়।

Advertisements

বর্তমান যুগে মানুষের হাতে হাতে স্মার্টফোন, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া পৌঁছে যাওয়ার কারণে এই সকল ভিডিওগুলি খুব সহজেই সোশ্যাল মিডিয়ায় আপলোড হয় এবং ভাইরাল হয়। আলাদা গুণ থাকা ভিডিও গুলির মধ্যে সম্প্রতি Zomato-র বিশেষভাবে সক্ষম এক ডেলিভারি বয়ের ভিডিও ভাইরাল হয়েছে।

Advertisements

জীবন মানেই লড়াই। জীবনের প্রতিটি পথ লড়াই করেই এগিয়ে যেতে হয়। তবে সেই লড়াই কারোর কাছে সহজ, আবার কারোর কাছে খুব কঠিন হয়ে দাঁড়ায়। সেরকমই বিশেষভাবে সক্ষম Zomato-র এই ডেলিভারি বয়ের এমন লড়াই দেখে কুর্নিশ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার দর্শকরা। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বিশেষভাবে সক্ষম ওই ডেলিভারি বয় হুইলচেয়ারে চড়েই খাবার ডেলিভারি করে বেড়াচ্ছেন।

Advertisements

এই ভিডিওটি দেখে সোশ্যাল মিডিয়ার দর্শকরা যেমন ওই ডেলিভারি বয়কে তার অদম্য প্রচেষ্টার জন্য কুর্নিশ জানিয়েছেন ঠিক তেমনি আবার এই ভিডিওটিকে অনুপ্রেরণার সেরা ভিডিও বলেও আখ্যা দেওয়া হয়েছে। কারণ ওই ব্যক্তি দেখিয়েছেন, বিশেষভাবে সক্ষম হওয়া সত্বেও তার কাজের প্রতি অনীহা অথবা জীবন যুদ্ধে এতটুকু পিছিয়ে নেই।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ইতিমধ্যেই কয়েক লক্ষ ভিউ হয়েছে। যদিও ভিডিওটি কোন জায়গার তা জানা যায়নি অথবা ওই বিশেষভাবে সক্ষম Zomato ডেলিভারি বয়ের পরিচয় পাওয়া যায়নি। তবে এই ভিডিওটি দেখে অনুপ্রেরণায় ভরে উঠছেন সোশ্যাল মিডিয়ার দর্শকরা।

Advertisements