০-১০০, বুলেট ট্রেনকে ফের হারালো বন্দে ভারত এক্সপ্রেস, গড়লো নয়া রেকর্ড

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের কোটি কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ট্রেনের উপর নির্ভর থাকেন। ট্রেনের ওপর এই বিপুলসংখ্যক মানুষের নির্ভরশীলতার কারণে ভারতীয় রেলকে গণপরিবহনের মেরুদন্ড বলা হয়। ভারতীয় রেলের তরফ থেকে প্রতিনিয়ত তাদের এই পরিষেবাকে উন্নত থেকে উন্নততর করার প্রচেষ্টায় রয়েছে।

Advertisements

ভারতীয় রেলের তরফ থেকে রেল পরিষেবায় যে সকল বৈপ্লবিক পরিবর্তন আনা হচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প বন্দে ভারত এক্সপ্রেস। সেমি হাই স্পিড এই ট্রেন ইতিমধ্যেই ট্র্যাকে ছুটতে শুরু করেছে। আগামী কয়েক মাসের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে এই ট্রেন ছুটানোর পরিকল্পনা রয়েছে রেল বোর্ডের।

Advertisements

সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি করা এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি করে চলেছে। এবার গতি তোলার দিক দিয়ে ফের একবার বিশ্বের দ্রুততম ট্রেন বুলেট ট্রেনকে হারালো। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যেই এই ট্রেনের গতি সম্পর্কে ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বুলেট ট্রেনকে হারানোর বিষয়টি সামনে এনেছেন।

Advertisements

প্রথমদিকে ০ থেকে ঘন্টায় ১০০ কিলোমিটার গতিবেগ তোলার ক্ষেত্রে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সময় লাগতো ৫৪ সেকেন্ডের কিছু বেশি। সেই জায়গায় জাপানে যে বুলেট ট্রেন চলে সেই বুলেট ট্রেনের সময় লাগে ৫৫ সেকেন্ড। বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের আধুনিকীকরণ করার পরিপ্রেক্ষিতে ঘন্টায় ০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগ তোলার ক্ষেত্রে সময় লাগছে মাত্র ৫২ সেকেন্ড। হিসাব অনুযায়ী ভারতের এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন অনেক পিছনে ফেলে দিয়েছে বুলেট ট্রেনকে।

এর পাশাপাশি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ঘন্টায় ১৮০ কিলোমিটার গতি বেগে ছুটতে সক্ষম। এত গতি বেগে এই ট্রেন ছুটলেও যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে তা অন্যান্য ট্রেনের তুলনায় অনেক আরামদায়ক। এই বিষয়েও রেলমন্ত্রী একটি ভিডিও প্রকাশ করে প্রমাণ হিসাবে তা দেখিয়েছিলেন। যেখানে দেখা গিয়েছিল, ঘন্টায় ১৮০ কিলোমিটার বেগে ট্রেন ছুটলেও টেবিলের ওপর গ্লাসে রাখা জলের একটি ফোঁটাও ঝাঁকুনিতে নিচে পড়েনি।

Advertisements