ভারত পাক ম্যাচে ডেলিভারি বয়ের সঙ্গে খেলা দেখে ভাইরাল মীর, ভিডিও কে তুলল!

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ার যুগে এখন কত কি না ভাইরাল হয়। ভাইরাল হওয়া সেই সকল ভিডিওর মধ্যে রবিবার ভারত পাক ম্যাচ চলাকালীন একটি ভিডিও ভাইরাল হয় মীরের। তবে এই ভিডিও ভাইরাল হওয়ার পর চারদিকে প্রশ্ন উঠছে ‘ভিডিও কে তুললো?’

Advertisements

রবিবার ওয়ার্ল্ড T20 ক্রিকেট বিশ্বকাপে মুখোমুখি হয় ভারত পাকিস্তান। রুদ্ধশ্বাস এই ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে ভারতের সামনে ১৬০ রানের লক্ষ্য তুলে দেয়। ভারত এই রান তারা করতে নেমে প্রথম দিকেই একের পর এক উইকেট খুইয়ে চরম চাপে পড়ে যায়। তবে ম্যাচের হাল ধরতে দেখা যায় কোহলিকে। তার অনবদ্য ইনিংস ভারতকে শেষমেশ জয়ের রাস্তা দেখায়।

Advertisements

এই ম্যাচ চলাকালীন এক ফুড ডেলিভারি বয় হাস্যকৌতুক অভিনেতা মীরের ফ্ল্যাটে খাবার ডেলিভারি দিতে আসেন। মীর খাবার ডেলিভারি দিতে আসা ওই যুবককে নিজের ফ্ল্যাটে বসে খেলা দেখার সুযোগ করে দেন। অভিনেতার ফ্ল্যাটে এইভাবে খাবার দিতে এসে খেলা দেখার সুযোগ হবে তা হয়তো ভাবতে পারেননি ওই ডেলিভারি বয়। এছাড়াও প্রথম থেকেই ওই ডেলিভারি বয়কে দেখা যায় ইতস্তত হতে।

Advertisements

যদিও শেষমেষ অভিনেতা মীর ওই ডেলিভারি বয়ের সমস্ত ইতস্ততা দূর করে নিজের সহায় বসতে দেন এবং দুজনে মিলে দীর্ঘক্ষণ ধরে খেলা দেখেন। অভিনেতা এবং ডেলিভারি বয় দুজনই ক্রিকেট লাভার হওয়ার ফলে এই রুদ্ধশ্বাস জয়ের পর দুজনে একসঙ্গে গলা জড়িয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন। এই মুহূর্তকে ক্যামেরাবন্দি করা হয় এবং তার সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে ভাইরাল হয়।

তবে এই ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ার সমালোচকরা সমালোচনা করতে কিন্তু ছাড়েননি। সমালোচকদের একাংশের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে, ডেলিভারি বয় আসা থেকে শুরু করে খেলা দেখা, বার্তা লাভ, উৎসেচ্যুতীয় হয়ে পড়া সবকিছু ক্যামেরাবন্দি কে করলেন? এই প্রশ্ন তোলার পাশাপাশি তাদের তরফ থেকে ক্যামেরা বন্দী করা ওই ব্যক্তির পরিচয়ও জানতে চাওয়া হয়েছে। অনেকে তো আবার বিষয়টিকে পুরোপুরি সাজানো-গোছানো বলে দাবি করেছেন।

Advertisements