হু হু করে নামছে তাপমাত্রা, শীতের আমেজ শুরু এই ৫ জেলায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কালীপুজোর পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা পারদ হু হু করে নামতে শুরু করেছে। তাপমাত্রার এই পারদ নামতে শুরু করার কারণে হালকা শীতের আমেজ পেতে শুরু করেছেন রাজ্যের বেশ কিছু জেলার বাসিন্দারা। তবে তা রাত এবং ভোরের দিকে। দিনের দিকে তাপমাত্রা বেশি থাকতে দেখা যাচ্ছে।

Advertisements

এছাড়াও আগামী ছট পুজোর দিন সকালবেলায় কুয়াশার দেখা মিলতে পারে রাজ্যের বেশ কিছু জেলায় বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। তবে পুরোপুরি শীতের আমেজ পেতে হলে বঙ্গবাসীদের অপেক্ষা করতে হবে ডিসেম্বর মাস পর্যন্ত। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে, ভরপুর শীতের আমেজ বাংলার বাসিন্দারা উপভোগ করতে পারবেন ১৫ ডিসেম্বর থেকে।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়ার তেমন কোন পরিবর্তন দেখা যাবে না। মূলত শুষ্ক আবহাওয়া দেখা যাবে। মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও যেতে পারে তবে বৃষ্টির কোনরকম সম্ভাবনা এই মুহূর্তে নেই। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রির কাছাকাছি থাকবে।

Advertisements

তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রার পারদ তুলনামূলক কম দেখা যাবে। বলাই বাহুল্য পশ্চিমাঞ্চলের বীরভূম, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলির একাংশে হালকা শীতের আমেজ উপভোগ করতে পারবেন বাসিন্দারা।

হাওয়া অফিসের পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, পশ্চিমাঞ্চলের এই সকল জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রার পারদ ২০ ডিগ্রীর নিচে নামতে দেখা যাবে। কোন কোন দিন ১৮ ডিগ্রী কোন কোন দিন ১৯ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। তবে অধিকাংশ দিন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রীর কাছাকাছি। আবার সর্বনিম্ন তাপমাত্রার পারদ কম থাকলেও সর্বোচ্চ তাপমাত্রার পারদ কিন্তু ৩০ ডিগ্রির উপরেই থাকবে বলে জানানো হয়েছে।

Advertisements