নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের উপর প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। এছাড়াও মেট্রোর উপর নির্ভর করেও শহর ও শহরতলীর বহু মানুষকে প্রতিদিন নিজেদের গন্তব্যে পৌঁছাতে দেখা যায়। পশ্চিমবঙ্গে যে সকল মেট্রো রেল স্টেশন রয়েছে তার মধ্যে অন্যতম হলো এসপ্ল্যানেড।
চেনা এসপ্ল্যানেড মেট্রো রেল স্টেশনের হুলিয়া এবার বদলাতে চলেছে। এই রেল স্টেশনে এবার লাগতে চলেছে লন্ডনের ছোঁয়া। লন্ডনের ওয়েস্টমিনস্টার শহরের পিকাডেলি সার্কাস জংশনের খ্যাতি রয়েছে বিশ্বজুড়ে। চারমাথার এই মোড়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এবার এর মতই ব্যবস্থাপনা দেখা যাবে কলকাতা শহরে।
নিয়ন সাইনবোর্ড, চলমান সিঁড়ির সেই পিকাডেলি সার্কাস মডেল এবার যুক্ত হতে চলেছে এসপ্ল্যানেড মেট্রো রেল স্টেশনে। সূত্র মারফত জানা যাচ্ছে, লন্ডনের এই পিকাডেলি সার্কাসের আদলেই গড়ে উঠছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। ঝাঁ চকচকে অত্যাধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে খুব তাড়াতাড়ি এই জংশন মেট্রো রেল স্টেশন আত্মপ্রকাশ করবে।
ভবিষ্যতে এসপ্ল্যানেড মেট্রো রেলওয়ে স্টেশন রাজ্যের অন্যতম রেলওয়ে স্টেশনে পরিণত হতে চলেছে তা নিয়ে কোন সন্দেহ নেই। কারণ চারটি মেট্রো রুট, কবি সুভাষ-দক্ষিণেশ্বর, জোকা-বিবাদি বাগ, নিউ গড়িয়া-এয়ারপোর্ট এবং ইস্ট-ওয়েস্টের ট্রেনগুলি চলাচল করবে।
অত্যাধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে এসপ্ল্যানেড মেট্রো রেলস্টেশন আত্মপ্রকাশ করার পর এখানে যে সকল সুবিধা পাওয়া যাবে তা সম্পর্কে জানা যাচ্ছে, সাতটি গেটের জায়গায় গেটের সংখ্যা আরও বাড়ানো হবে, ৮টি লিফট, ২০টি চলমান সিঁড়ি, ১২টি সিঁড়ি থাকবে। মাটি থেকে ২৭ মিটার নিচে থাকা এই মেট্রো স্টেশনে আরও অনেক লেয়ার তৈরি করা হচ্ছে। মোট ১৬ টি টিকিট কাউন্টার রাখা হবে। প্ল্যাটফর্মের সংখ্যা বাড়িয়ে করা হবে তিন এবং তৈরি করা হবে শৌচাগার।