নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল ভারতের নাগরিকদের কাছে গণপরিবহনের মেরুদন্ড। গণপরিবহনের এই মেরুদন্ডকে প্রতিনিয়ত সাজিয়ে তোলার জন্য একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে ভারতীয় রেলের তরফ থেকে। ভারতীয় রেলকে সাজিয়ে তোলার পাশাপাশি গতি বাড়ানোর জন্য চালু হচ্ছে একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন খুব তাড়াতাড়ি দেশে ৭৫ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হবে। সেই ঘোষণা অনুযায়ী রেল বোর্ডের তরফ থেকে তৎপরতার সঙ্গে কাজ চালানো হচ্ছে। ইতিমধ্যেই গত ১১ নভেম্বর দেশে পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ট্র্যাকে নেমেছে। এই পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ট্র্যাকে নামার সঙ্গে সঙ্গেই আলাদা এক অনুভূতি পাওয়া গেল।
আসলে এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি চালু হওয়ার পাশাপাশি বাঁশিতে অনবদ্য সুরে ভাইরাল হয়েছে দেশাত্মবোধক বন্দে মাতরম গানটি। ভাইরাল হওয়া সেই গান এখন মন জিতেছে দেশবাসীদের। অনবদ্য সুরের সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর ঝড়ের গতিতে ভাইরাল হয়। জানা যাচ্ছে কয়েকজন পড়ুয়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে চড়ে বাঁশিতে এই গান গেয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে দাবী করা হয়েছে, অপরামেয় শেষাদ্রি নামে দ্বাদশ শ্রেণীর এক ছাত্র বেঙ্গালুরু থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিতে চড়েন। তারপর তিনি তার যাত্রাকালে এমন দেশাত্মবোধক গানটি বাঁশিতে তুলে ধরেন। অনবদ্য সুরের তার এই গানটি ভাইরাল হতে সময় নেয়নি।
Aprameya Seshadri, a 12th student from Bengaluru, playing the wonderful Vande Mataram tune on the flute! #IndianRailways #VandeBharatTrain #VandeBharat pic.twitter.com/q89cwfccIa
— Ananth Rupanagudi (@Ananth_IRAS) November 11, 2022
একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনের কারণে যখন ভারতীয় রেলের অগ্রগতি এগিয়ে চলেছে সেই সময় এমন দেশাত্মবোধক গান আলাদাভাবে দেশবাসীদের মন কেড়েছে।