ঐন্দ্রিলার স্মৃতিতে যা করলেন বহরমপুরবাসিরা, মনে থাকবে আজীবন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২০ নভেম্বর টলিউডের উঠতি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা মাত্র ২৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে জয় হাসিল করলেও ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। লড়াকু এই মেয়ের এইভাবে চলে যাওয়া অনেকেই মেনে নিতে পারছেন না, বিশেষ করে পরিবার-পরিজন এবং বহরমপুরের বাসিন্দারা।

Advertisements

অভিনেত্রীর প্রয়াত হওয়ার পর তার স্মৃতি আঁকড়েই এখন বাঁচার চেষ্টা চালাচ্ছেন পরিবার-পরিজনরা। এর পাশাপাশি বহরমপুরের বাসিন্দারা যারা ঐন্দ্রিলাকে ছোট থেকে দেখে এসেছেন এবং তার লড়াকু মনোভাব প্রসঙ্গে পরিচিত তারা তার স্মৃতির উদ্দেশ্যে বিশেষ উদ্যোগ নিলেন। অভিনেত্রীর স্মৃতিতে এমন বিশেষ উদ্যোগ মনে থাকবে প্রত্যেকের।

Advertisements

অভিনেত্রীর প্রয়াত হওয়ার পর বহরমপুরের মানুষেরা একটি রক্তদান শিবিরের আয়োজন করেন অভিনেত্রীর স্মৃতিতে। এই রক্তদান শিবির আয়োজনের ক্ষেত্রে অবশ্যই ঐন্দ্রিলার পরিবারের সম্মতি ছিল। রক্তদান শিবির ছাড়াও বহরমপুরের গান্ধী কলোনি এলাকার কিছু বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় ফল, ডিম সেদ্ধ, মিষ্টি কেক, ইত্যাদিও।

Advertisements

অভিনেত্রীর স্মৃতিতে এই রক্তদান শিবিরে সেই সকল মানুষেরা একজোট হয়ে রক্তদান করেন যারা অভিনেত্রীকে ছোট থেকে দেখেছেন অথবা খুব কাছে থেকে দেখেছেন। ছোট থেকে বহরমপুরে বড় হয়ে ওঠা মেয়েটি যে এইভাবে এত অল্প বয়সে চলে যাবেন তা অনেকেই এখনো বিশ্বাস করতে পারছেন না।

ঐন্দ্রিলা এবং তার দিদি ঐশ্বর্য ছোট থেকেই বহরমপুরে মানুষ হওয়ার পাশাপাশি সেখানেই পড়াশোনা। ঐন্দ্রিলা স্বভাবে দুষ্টু এবং স্কুলের অন্যতম প্রিয় ছাত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। সব দিক দিয়ে তিনিই ছিলেন পারদর্শী। যে কারণেই তার স্কুলের শিক্ষক শিক্ষিকারাও এখনো তাকে ভুলতে পারছেন না। তার এইভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না।

Advertisements