নিজস্ব প্রতিবেদন : চারদিকে এখন চলছে বিয়ের মরশুম। বিয়ের মরশুমে বিভিন্ন জায়গায় ঢাকঢোল পিটিয়ে, শোভাযাত্রা করে বিয়ে করতে দেখা যায়। সেই সকল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আবার বিয়ের মরশুমে বেশ কিছু ভিডিও ভাইরাল হতে দেখা যায় যেগুলি রীতি নীতির উল্টো স্রোতে গিয়ে বিয়ের মন্ডপে বসেন বর কনে। এর পাশাপাশি উপহার নিয়েও নানান ধরনের ভিডিও ভাইরাল হয়।
বিয়েতে নিমন্ত্রিত আত্মীয়-স্বজন অথবা বন্ধু-বান্ধবরা বহু সময় মজা করে এমন এমন জিনিস উপহার দেন যেগুলি সবার নজর কাড়ে এবং নিমেষে সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর ভাইরাল হয়। তবে এবার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে এক বর তার সদ্য বিবাহিত স্ত্রীকে উপহার দিয়েছেন একটি গাধা। নিমন্ত্রিতদের থেকে উপহার নিয়ে নানান মজা, হাসিঠাট্টা হয়ে থাকলেও নিজের স্ত্রীকে গাধা উপহার দেওয়ার ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় আলাদাভাবে ট্রেন্ডিংয়ে এসেছে।
সদ্য বিবাহিত স্ত্রীকে গাধা উপহার দেওয়ার এমন ঘটনাটি ঘটিয়েছেন আজনাল শাহ। তিনি তার স্ত্রী বরিষা জাভেদ খানকে এমন আশ্চর্যজনক উপহার দিয়েছেন। আজনাল শাহ এবং বরিষা জাভেদ খান দুজনেই পাকিস্তানের বাসিন্দা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো দুজনেই ইউটিউবার। সম্প্রতি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর আজনাল এই উপহার দিয়েছেন।
বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর বউভাতের দিন আজনাল তার স্ত্রী বরিষাকে উপহার স্বরূপ দেওয়ার জন্য নিয়ে আসেন একটি গাধার বাচ্চা। তারপর সেটি তিনি বরিষার হাতে তুলে দেন। যেখানে দেখা যায় সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর গাড়ি-বাড়ি, অলঙ্কার সহ নানান নামিদামি জিনিস উপহার দিতে দেখা যায়, সেই জায়গায় আজনাল কেন এমন গাধা উপহার দিলেন? এর কারণ অবশ্য তিনি নিজেই জানিয়েছেন।
কারণ হিসাবে আজনাল জানিয়েছেন, ‘আমি সবসময় জানতাম বাচ্চা গাধা পছন্দ করে বরিষা। তাই আমার তরফে ওর জন্য এটাই রইল বিয়ের উপহার।’ কোন দিকে স্বামীর থেকে এমন উপহার পেয়ে একেবারে ঝা চকচকে হয়ে উঠেছেন বরিষা। এমন গাধা উপহার পাওয়ার পর তা নিয়ে একাধিক ছবি তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।