নিজস্ব প্রতিবেদন : আগামী ৩০ ডিসেম্বর রাজ্যে প্রথম পথ চলা শুরু করবে বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটি চলবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া পর্যন্ত। নতুন এই ট্রেন সম্পর্কে পূর্ব রেলের তরফ থেকে সোমবার ট্রায়াল চালানোর পাশাপাশি বিভিন্ন তথ্য পেশ করা হয়েছে।
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার পর বীরভূমে কোন স্টপেজ নেই দেখে অনেকেই আক্ষেপ প্রকাশ করছিলেন এবং স্টপেজের দাবিতে ডেপুটেশন পর্যন্তও জমা দেন। তবে পূর্ব রেল যে তথ্য পেশ করেছে তা থেকে জানা যাচ্ছে, আগেই ভারতীয় রেল বীরভূমে এর স্টপেজ নির্ধারণ করে রেখেছে। যাত্রাপথে ট্রেনটি হাওড়া এবং নিউ জলপাইগুড়ি ছাড়া বীরভূম ও মালদায় স্টপেজ দেবে।
পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি বুধবার বাদে সপ্তাহে ৬ দিন যাতায়াত করবে। ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় ১৩০ কিলোমিটার এবং গড় গতিবেগ থাকবে ঘন্টায় ৭৮ কিলোমিটার। নতুন জেনারেশনের এই বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া শতাব্দী এক্সপ্রেসের তুলনায় বেশি হবে।
এছাড়াও পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, ট্রেনটি স্টপেজ দেবে বীরভূমের বোলপুর শান্তিনিকেতন রেলস্টেশনে এবং মালদার মালদা টাউন রেল স্টেশনে। ভোর ৫:৫০ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে এবং নিউ জলপাইগুড়ি পৌঁছাবে দুপুর ১:৫০ মিনিটে। নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে দুপুর ২:৫০ মিনিটে এবং হাওড়া পৌঁছাবে রাত ১০:৫০ মিনিটে।
The Vande Bharat Express at Howrah station pic.twitter.com/Ojhr9yifv9
— Eastern Railway (@EasternRailway) December 26, 2022
ট্রেনে রয়েছে অত্যাধুনিক সব সুবিধা। স্বয়ংক্রিয় দরজা, অডিও ভিজ্যুয়াল প্যাসেঞ্জার ইনফরমেশন ব্যবস্থা, ওয়াইফাই, এলইডি স্ক্রিন ইত্যাদি। এমনকি ট্রেনটি কত গতি বেগে যাতায়াত করছে তাও জানতে পারবেন ট্রেনের যাত্রীরা।