নিজস্ব প্রতিবেদন : রাত পোহালেই দেশের দ্রুতগতির সেমি হাই স্পিড ট্রেন দৌড়াতে শুরু করবে বাংলার বুকে। এই ট্রেন নিয়ে প্রতিটি মানুষের মধ্যে রয়েছে আলাদা উৎসাহ ও কৌতুহল। বাংলার বুকে প্রথম যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি পথ চলা শুরু করবে তা চলবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া পর্যন্ত।
ইতিমধ্যেই এই ট্রেনের পরীক্ষামূলক দৌড় সফলভাবে শেষ করেছে ভারতীয় রেল। ৩০ ডিসেম্বর যখন এই ট্রেন বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করবে তার আগে প্রতিটি মানুষের মধ্যে কৌতুহল, প্রিমিয়াম এই ট্রেনে চড়তে হলে পকেট থেকে কত টাকা খসাতে হবে!
দিন কয়েক ধরেই ট্রেনের ভাড়া নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ধরনের দাবি করা হচ্ছিল। তবে ঠিক উদ্বোধনের আগে বৃহস্পতিবার ট্রেনের টিকিটের দাম জানিয়ে দিল রেল। রেলের তরফ থেকে টিকিটের দাম জানাতেই সবচেয়ে বড় খুশির খবর হলো মাত্র ৬২৮ টাকাতেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে চড়ার সাধ মিটতে পারে।
এই ট্রেনে চলার জন্য যাত্রীদের টিকিট প্রতি ভাড়া পড়বে হাওড়া থেকে এনজেপি সিসি ১,৫৪৩ টাকা, এক্সিকিউটিভ ২৮০৩ টাকা। হাওড়া থেকে বোলপুর সিসি ৬২৮ টাকা, এক্সিকিউটিভ ১১৫০ টাকা। হাওড়া থেকে মালদা সিসি ৯২৯ টাকা, এক্সিকিউটিভ ১৭৫৩ টাকা। অর্থাৎ সাধ মেটানোর জন্য ৬২৮ টাকাতেই হাওড়া থেকে বোলপুর আসা যেতে পারে।
হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিতে মোট ১৬টি কোচ থাকবে। প্রতিটি কোচ সম্পূর্ণভাবে শীততাপ নিয়ন্ত্রিত। টিকিটের ক্ষেত্রে দুই ধরনের টিকিট রয়েছে। একটি হল সিসি এবং অন্যটি এক্সিকিউটিভ ক্লাস।