নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের তরফ থেকে রেল পরিষেবায় আমূল পরিবর্তন আনার পাশাপাশি এবার আমূল পরিবর্তন আনতে চলেছে বিভিন্ন রেল স্টেশনে। কোটি কোটি টাকা ব্যয় করে দেশের বিভিন্ন স্টেশনের ভোল এইভাবে বদলাতে চলেছে যা দেখে চিনতে পারবেন না যাত্রীরা।
যে সকল স্টেশনের ভোল বদলানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেই সকল স্টেশনের তালিকায় এবার নিউ জলপাইগুড়ি রেলস্টেশনকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে রেলের। শুক্রবার যখন হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করা হয় সেই সময় ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনই ঘোষণা করেন।
শুক্রবার থেকেই প্রধানমন্ত্রীর এই ঘোষণার পাশাপাশি ভিত পুজোর মধ্য দিয়ে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের পুনর্নবীকরণের কাজ শুরু হয়ে গেল। এই ভিত পুজো উপলক্ষে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ রাজু বিস্ত এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার অনসূল গুপ্তা ও DRM এসকে চৌধুরী।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার অনসূল গুপ্তা জানিয়েছেন, ৩০ মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে। নতুন করে একটি পার্কিংয়ের ব্যবস্থা করা হবে এবং রেলের জায়গা জবরদখল থাকলে তা সরিয়ে দেওয়া হবে ও পুনর্নবীকরণের কাজ শুরু করা হবে।
নিউ জলপাইগুড়ি রেল স্টেশন পুনর্নবীকরণের যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার জন্য প্রায় ৩৩৭ কোটি টাকা খরচ হবে বলে জানা যাচ্ছে। যে পরিকল্পনা নিয়ে স্টেশনটিকে সাজিয়ে তোলা হবে সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার পর তা বিদেশের বিমানবন্দরকেও টেক্কা দিতে পারে। আপ এবং ডাউন ট্রেনের জন্য আলাদা আলাদা প্লাটফর্ম থাকার পাশাপাশি স্টেশনে থাকবে একগুচ্ছ লিফট এবং এক্সিলেটর। এছাড়াও যাত্রীদের স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে থাকবে রুফ প্লাজা। বাচ্চাদের গেমিংয়ের ব্যবস্থাও রাখা হবে।