‘বাঁদরের গলায় মুক্তোর মালা’, দ্বিতীয় দিনে আক্রান্ত বন্দে ভারত, ভাঙলো কাঁচের দরজা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : খুব প্রচলিত একটি প্রবাদ হলো ‘বাঁদরের গলায় মুক্তোর মালা’। এই প্রবাদের মধ্য দিয়ে বোঝানো হয়, ভালো জিনিস সবার হাতে দিতে নেই। যারা ভালো জিনিসের মূল্য বোঝেন না, তাদের ভালো জিনিষ দেওয়ার অর্থ হল বাঁদরের গলায় মুক্তোর মালা পরানো। কারণ মুক্তোর মালা যতই দামী হোক না কেন বাঁদরের গলায় তা পড়ালে সে ছিঁড়ে ফেলবেই। ঠিক সেই রকমই ঘটনা ঘটলো বন্দে ভারত এক্সপ্রেসের ক্ষেত্রে।

Advertisements

বাংলায় প্রথম বন্দে ভারত এক্সপ্রেস গত ৩০ ডিসেম্বর উদ্বোধন হওয়ার পর ১ জানুয়ারি থেকে বাণিজ্যিকভাবে পথচলা শুরু করে। বাণিজ্যিকভাবে পথ চলা শুরু করার পর প্রথম দিনেই খাবার নিয়ে অভিযোগ করতে দেখা যায় ট্রেনের যাত্রীদের একাংশকে। আর দ্বিতীয় দিনে তার থেকেও বড় ঘটনা ঘটে গেল বন্দে ভারত আক্রান্ত হয়ে।

Advertisements

দ্বিতীয় দিনে বন্দে ভারতকে লক্ষ্য করে ছোড়া হয় পাথর। সেই পাথরের আঘাতে ট্রেনের দরজার কাঁচ ভেঙে যায়। তবে এই ঘটনায় কোন যাত্রী আহত হয়নি বা তাদের কোনরকম আঁচড় লাগেনি বলেই জানা যাচ্ছে রেল সূত্রে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি তীব্র নিন্দার ঝড় বইছে চারদিকে।

Advertisements

রেল সূত্রে জানা যাচ্ছে বন্দে ভারতকে লক্ষ্য করে এমন পাথর ছোড়ার ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের সামসির কুমারগঞ্জে। কি কারণে নতুন এই ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছোড়া হলো সেই রহস্য উদঘাটন করতে উঠে পড়ে নেমেছে রেল। এই ঘটনার বিষয়ে তদন্ত করা হবে বলে জানানো হয়েছে রেলের তরফ থেকে।

জানা যাচ্ছে, সোমবার নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ার উদ্দেশ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি রওনা দেওয়ার পর দক্ষিণ দিনাজপুরের সামসির কুমারগঞ্জ স্টেশনের কাছে এলে এমন ঘটনাটি ঘটে। বন্দে ভারতের শেষের দিক থেকে দ্বিতীয় কোচে এসে পড়ে পাথর। সি-১৩ কোচের দরজার কাচ ভেঙে গুঁড়োগুঁড়ো হয়ে যায়। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে ট্রেনের যাত্রীদের মধ্যে।

Advertisements