ফ্ল্যাটের ভিতর দিয়ে চলছে ট্রেন, বিশ্বের এই দেশের প্রযুক্তি অবাক করা

Antara Nag

Published on:

Advertisements

বিজ্ঞান (Science) ও মানুষ এতটাই এগিয়েছে যে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এমন চমকপ্রদ নমুনা তৈরি করেছে। যা দেখলে নিজের চোখকে বিশ্বাস হবে না। এখন পর্যন্ত বাড়ির সামনে বা মধ্যে থেকে ট্রেন চলতে কখনো দেখেছেন? সাধারণত রেলওয়ে ট্র্যাক বসতি এলাকা থেকে বেশ দূরত্বে তৈরি করা হয়। কিন্তু চিনে (China) এমনও একটি ট্রেন তৈরি করা হয়েছে যা প্রতিদিন ১৯ তলা আবাসিক ভবনের মাঝখান দিয়ে যায়। আর শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

Advertisements

যে ভিডিওটি ভাইরাল হচ্ছে তা পূর্ব চীনের একটি পাহাড়ী শহর চুনকিং-এর (Chongqing)। যেখানে বাস করেন কয়েক কোটি মানুষ। এই শহরে জায়গার স্বল্পতার কারণে অনেক উঁচু ভবন রয়েছে। যেখানে রেলওয়ে ট্র্যাক (Railway track) তৈরির কাজ শুরু হলে পথে একটি ১৯ তলা বিল্ডিং আসে, যেখানে বহু মানুষ বসবাস করেন। সম্ভবত আমাদের দেশে এই সমস্যা থাকলে, বিল্ডিংটি সরানো হত বা ভাঙা হত। কিন্তু চীনের প্রকৌশলীরা বিস্ময়কর কাজ করেছেন।

Advertisements

চিনা ইঞ্জিনিয়াররা এখানে রেলওয়ে ট্র্যাক তৈরি করতে বিল্ডিংটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেননি। তার পরিবর্তে তাঁরা ওই বিল্ডিংয়ের ভিতর দিয়েই রেলওয়ে ট্র্যাক তৈরি করেন এবং সেই সঙ্গেই সেখানে বসবাসকারী মানুষজনের নিরাপত্তাও নিশ্চিত করেন। এবং ওই বিল্ডিংয়েরই সপ্তম ও অষ্টম তলায় তৈরি করেন রেলওয়ে ট্র্যাকটি।

Advertisements

আবাসনের মেঝেগুলি এমনভাবে কাটা হয়েছে যাতে ট্রেনটি যাওয়ার কারণে কারও কোনও সমস্যা না হয়। অন্যদিকে এই বিল্ডিংয়ের নিজস্ব স্টেশনও রয়েছে যেখান থেকে আবাসিকরা সরাসরি ট্রেনের কোচে পৌঁছাতে পারেন। এখানেই শেষ নয়, সাইলেন্সিং প্রযুক্তি ব্যবহার করে এর শব্দও কম করা হয়েছে। ট্রেন গেলেও যে কোন ওয়াশিং বা ডিশ ওয়াশিং মেশিনের মতোই শব্দ হয় বলে জানা গিয়েছে।

এই অনন্য ট্রেনের ভিডিওটি @TansuYegen সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে (twitter) শেয়ার করা হয়েছে। ওই টুইটার ব্যবহারকারী ভিডিয়োটির (Viral Video) ক্যাপশনে লিখেছেন, “চিনের চোঙ্কিং প্রদেশে স্টেশন লিজ়িবায় এই ভাবেই বিল্ডিংয়ের ভিতর দিয়ে ট্রেন চলে যায়। এটিও অন্যান্য ট্রেনের মতোই বিভিন্ন স্টপেজে দাঁড়ায়। স্টেশনের ডিজাইনটি শহরের ঘনত্বের কথা মাথায় রেখেই ডিজ়াইন করা হয়েছে।”

Advertisements