ভারতীয় রেলকে (Indian railways) দেশবাসীর লাইফ লাইন বলা হয়ে থাকে। ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। দেশের বিভিন্ন প্রান্তে বিস্তৃত ভারতীয় রেল। প্রতি দিন কোটি কোটি মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হিসেবে রেল পরিষেবা নিয়ে থাকেন। কিন্তু দেশে এমন এক রাজ্য রয়েছে যেখানে কোনও রেলওয়ে স্টেশন (Railway Station) নেই।
১৮৫৩ সালে চালু হওয়া ভারতীয় রেল ব্যবস্থা বিশ্বের বৃহত্তম ও ব্যস্ততম রেল পরিবহন ব্যবস্থাগুলির অন্যতম। ভারতে প্রতিদিন ১ কোটি ৮০ লক্ষেরও বেশি যাত্রী এবং ২০ লক্ষ টনেরও বেশি পণ্য রেলপথে চলাচল করে। ১৪ লক্ষ কর্মীবাহিনী সমৃদ্ধ ভারতীয় রেল সংস্থা বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক তথা সরকারি পরিষেবাকর্মী নিয়োগকর্তা। ৬,৯০৯টি স্টেশন বিশিষ্ট ভারতের রেলপথের মোট দৈর্ঘ্য ৬৩,৩২৭ কিলোমিটারেরও বেশি। রোলিং স্টকের হিসেবে, ভারতীয় রেল ২০০,০০০টিরও বেশি (Goods) ওয়াগন, ৫০,০০০টিরও বেশি কোচ ও ৮,০০০টিরও বেশি লোকোমোটিভের মালিক।
স্বাধীনতার পর থেকে সময় যত এগিয়েছে রেল পরিষেবা দেশের প্রত্যন্ত প্রান্তরে পৌছে দেওয়া হয়েছে। সেই কাজ এখনও চলছে। মানুষকে রেলের থেকে কম টাকায় কোনও পরিবহন ব্যবস্থা দূর-দূরান্তরে পৌছে দিতে পারবে না।
ভারতীয় গণপরিবহের (Public Transport) সবথেকে বড় মাধ্যম হল রেল। রেলে আমরা চাপলেও, রেল লাইন দেখলেও, ভারতীয় রেলের এমন অনেক বিষয় রয়েছে যা আমাদের অজানা। তারমধ্যে অন্যতম হল ভারতে এমন একটি রাজ্য রয়েছে যেখানে এখনও কোনও রেল স্টেশন নেই। কিন্তু এটা সত্যি।
দেশের বিভিন্ন প্রান্তে রেল লাইন পৌছে গেলেও একটি গোটা রাজ্য রয়েছে যেখানে এখনও রেল পরিষেবা নেই। ভারতের এমন একটি রাজ্য রয়েছে যেখানে কোনও রেল স্টেশন নেই। কমবেশি সকলেই জানেন, সিকিম (Sikkim) হল একমাত্র উত্তর-পূর্বের রাজ্য যেখানে কোনও রেল স্টেশন নেই। NH ১০ হল একমাত্র রাস্তা যা রাজ্যটিকে দেশের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করে। তবে খুব শীঘ্রই সেবক-রংপো (Sevoke-Rangpo) রেললাইন চালু হয়ে যাবে। এই লাইনে কাজ চলছে পুরোদমে। রংপো স্টেশন চালু হলে সেটি হবে সিকিমের প্রথম রেলওয়ে স্টেশন।