আনফিট গাড়ি নিয়ে রাস্তায় বের হলেই কড়া ব্যবস্থা, জানিয়ে দিল রাজ্য

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : অন্যান্য রাজ্যের পাশাপাশি তালে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গেও বাড়ছে যানবাহনের সংখ্যা। বিশেষ করে শহর এবং শহরতলি এলাকায় যানবাহন ছাড়া রাস্তায় বের হতে দেখা যায় না অধিকাংশ মানুষদের। বিপুল সংখ্যক যানবাহন রাস্তায় নামার ফলে সরকারের তরফ থেকে বিভিন্ন দিকে নজরদারি চালানো হচ্ছে যাতে কোথাও কোন আইনি ফাঁকফোঁকড় না থাকে।

Advertisements

অন্যদিকে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে যে সকল যানবাহন চলাচল করে তার বড় সংখ্যার যানবাহন আনফিট। এবার এই সকল আনফিট যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে তৎপরতা শুরু করলো রাজ্য সরকার। রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বার্তা অনুযায়ী কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisements

সূত্র মারফত জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে যে সকল যানবাহন যাতায়াত করে তার ৬৫ শতাংশ যানবাহনের ফিট সার্টিফিকেট ফেল। পণ্যবাহী যানবাহন থেকে শুরু করে ছোট গাড়ি, এমনকি পুলকারের মতো গাড়ির ক্ষেত্রেও এমনটা লক্ষ্য করা যায়। এই সকল ক্ষেত্রে নজরদারি চালানোর জন্য এবার কড়া ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Advertisements

পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানিয়েছেন, নজরদারিতে টেকনিক্যালের পাশাপাশি নন-ট্যাকনিক্যাল মোটর ভিহিক্যালস ইন্সপেক্টদেরও রাস্তায় নেমে গাড়ি চেকিং করতে হবে। এই ধরনের যানবাহনের ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের বিরুদ্ধে চালান কাটা হবে। দুর্ঘটনার প্রবণতা ঠেকানোর জন্য এমন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

বহুক্ষেত্রেই বিভিন্ন পুলকারের ক্ষেত্রে ফিট সার্টিফিকেট না থাকার অভিযোগ তুলতে দেখা যায়। অন্যদিকে এই সকল পুলকারগুলি নির্দিষ্ট সময়ে পড়ুয়াদের স্কুলে ঢোকানোর জন্য একটু বেশি গতিতে এই গাড়ি চালিয়ে থাকে। তবে তাদের সংগঠন ফিট সার্টিফিকেট না থাকার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি সমস্ত গাড়ি ফিট সার্টিফিকেট থাকার পরেই নামানো হয়।

Advertisements