নিজস্ব প্রতিবেদন : চিকিৎসা পরিকাঠামোর উন্নতির জন্য দরকার সঠিক স্বাস্থ্য কেন্দ্র। এই লক্ষ্য নিয়েই কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হাসপাতাল থেকে শুরু করে অন্যান্য স্বাস্থ্য পরিষেবা দেওয়ার বন্দোবস্ত করে। ঠিক সেই রকমই এবার আলিপুরদুয়ারের বাসিন্দাদের জন্য সুখবর দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা (John Barla)। তিনি একুশের বিধানসভা নির্বাচনের আগেই এখানে মাল্টি স্পেশালিটি হাসপাতাল (Multi Speciality Hospital) তৈরীর প্রতিশ্রুতি দিয়েছিলেন।
কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী জন বার্লা তার প্রতিশ্রুতি বাস্তবায়িত করার জন্য শনিবার আলিপুরদুয়ার জংশন রেল ডিভিশন দফতরে বিভাগীয় প্রবন্ধক দিলীপ কুমার সিংয়ের সঙ্গে বৈঠক করলেন। কারণ রেলের জমিতেই তৈরি হবে এই মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এমন হাসপাতাল তৈরি করতে কত খরচ এবং কি কি ব্যবস্থাপনা থাকবে?
এখনো পর্যন্ত যে খবর পাওয়া গিয়েছে তাতে এই হাসপাতালটি তৈরি করতে আনুমানিক ২০০ কোটি টাকা খরচ হবে। হাসপাতাল তৈরীর জন্য যে খরচ করা হবে সেই খরচের যোগান দেওয়া হবে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন দফতরের তরফ থেকে। রেলের জমিতে তৈরি হওয়া এই হাসপাতালটি হবে আট তলা।
এই হাসপাতালে তৈরি করা হবে ২২২ টি বেড বিশিষ্ট বাতানুকূল অত্যাধুনিক ঘর। যেখানে সমস্ত ধরনের অত্যাধুনিক পরিষেবা থাকবে। এই হাসপাতালে কার্ডিওলজি ও নিউরোলজি সহ মোট ১৭টি বিষয়ে চিকিৎসার ব্যবস্থা থাকবে। হাসপাতাল তৈরীর বিষয়ে ইতিমধ্যেই একটি ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে।
মাল্টি স্পেশালিটি হাসপাতাল তৈরির বিষয়ে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী জন বার্লা জানান, “আমরা জংশন এলাকায় ৮ তল বিশিষ্ট একটি মাল্টি স্পেশালিস্ট হাসপাতাল তৈরি করতে চলেছি। যা প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হবে। এই হাসপাতালটি তৈরি হলে এলাকার মানুষদের আর চিকিৎসার জন্য দূর দূরান্তে ছুটে যেতে হবে না।”