কলকাতার মুকুটে নয়া পালক, গঙ্গার নিচে মেট্রো শুধু সময়ের অপেক্ষা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ইতিহাস বলছে ১৯৮৪ সালের অক্টোবর মাসে ভারতে প্রথম মেট্রো রেল (Metro Rail) পরিষেবা চালু হয়। ভারতের প্রথম এই মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল কলকাতায় (Kolkata)। প্রথম শহর হিসাবে মেট্রো পরিষেবা পাওয়ার ফলে ইতিহাসের পাতায় কলকাতার নাম আজীবন থেকে যাবে। তবে এর সঙ্গে সঙ্গেই কলকাতা আরও এমন একটি অধ্যায় লিখতে চলেছে যা-ও শতাব্দীর পর শতাব্দি ইতিহাসের পাতায় লেখা থাকবে।

Advertisements

ভারতের প্রথম মেট্রো রেল পরিষেবা যেমন কলকাতায় শুরু হয় ঠিক সেই রকমই ভারতে প্রথম জলের তলায় মেট্রো পরিষেবা (Kolkata Underwater Metro) শুরু হচ্ছে কলকাতাতে। দীর্ঘদিন ধরে ইস্ট ওয়েস্ট মেট্রো (east west metro) পরিষেবার জন্য তাকিয়ে রয়েছেন তিলোত্তমার বাসিন্দারা। আর সেই অপেক্ষার অবসান খুব তাড়াতাড়ি হতে চলেছে এমনই জানা যাচ্ছে রেল (Indian Railways) সূত্রে।

Advertisements

ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবার জন্য গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত হাওড়া স্টেশন কমপ্লেক্সের সঙ্গে পূর্ব তীরে অবস্থিত আর্মেনিয়ান ঘাটকে যুক্ত করেছে ভারতের প্রথম ‘আন্ডারওয়াটার টানেল’। এমনকি এই মেট্রো রেল পরিষেবা চালু হলে হাওড়া ময়দান স্টেশন হবে বিশ্বের অন্যতম গভীরতম স্টেশন। যা মাটির ৩০ মিটার গভীরে অবস্থিত।

Advertisements

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৪.৮ কিলোমিটার রাস্তা ছয় কোচের দুটি মেট্রো যাতায়াত করবে। এদিকে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত আড়াই কিলোমিটার পথের কাজ শেষ হওয়ার আগেই গঙ্গার নিচ দিয়ে মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে। দ্রুত গঙ্গার নিচ দিয়ে মেট্রো পরিষেবা চলাচল করার জন্য আগামী রবিবার অর্থাৎ ৯ এপ্রিল প্রথম ট্রায়াল রান হবে বলে জানা গিয়েছে সূত্র মারফৎ।

জলের ১৩ মিটার নিচে রয়েছে নদী এবং তার ১৩ মিটার নিচে করা হয়েছে এই টানেল। রবিবার এই ট্রায়াল রান সফল হলে আগামী ৬ মাস ধরে নানান পরীক্ষা নিরীক্ষা চালানো হবে এবং তারপর পাকাপাকিভাবে সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে গঙ্গার নিচে প্রথম মেট্রো।

Advertisements