বন্দে ভারত অতীত, এবার এই সকল রুটে চলবে মিনি বন্দে ভারত

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয়দের স্বপ্ন ভারতীয়দের গর্বের ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat)। ভারতীয় রেলের (Indian Railways) দিনের পর দিন প্রচেষ্টায় দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে দেশের অন্যতম বিলাসবহুল এই ট্রেন। দেশের কোনায় কোনায় বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছে দেওয়ার জন্য দ্রুত ২০০ টি বন্দে ভারত চালু করার পরিকল্পনা থাকলেও এখনো পর্যন্ত ১৩টি চালু হয়েছে। তবে এরই মধ্যে নতুন খবর হিসাবে মিনি বন্দে ভারত (Mini Vande Bharat) চালুর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

Advertisements

এমনিতে দেশের চেয়ে ১৩ টি রুটে ১৩ টি বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করছে, সেই সকল ট্রেনগুলিতে রয়েছে ১৬ টি কামরা। তবে যে মিনি বন্দে ভারত চালানোর পরিকল্পনা করা হচ্ছে তাতে কামরা সংখ্যা কমানো হচ্ছে। কামরা সংখ্যা কমানোর পরিপ্রেক্ষিতেই বন্দে ভারত মিনি বন্দে ভারতে পরিণত হতে চলেছে। মিনি এই বন্দে ভারতে আটটি কামরা থাকবে বলে জানা গিয়েছে।

Advertisements

মিনি বন্দে ভারত অর্থাৎ ৮ কামরার বন্দে ভারত তৈরির জন্য ইতিমধ্যেই রেলের তরফ থেকে অর্ডার দেওয়া হয়েছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিকে। মিনি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে কামরা সংখ্যা কমানো হলেও প্রতিটি কামরায় আগের বন্দে ভারত এক্সপ্রেসের মতই সমস্ত রকম সুবিধা থাকবে। মূলত বেশ কিছু রুটে পর্যাপ্ত পরিমাণে যাত্রী সংখ্যা কম থাকার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ।

Advertisements

মিনি বন্দে ভারত এক্সপ্রেস চালানোর ফলে রেলের খরচ অনেক কমবে। ফাঁকা গোটা ট্রেন বয়ে নিয়ে যেতে হবে না। মিনি বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে নয়াদিল্লি থেকে আম্ব আন্দৌড়া এবং বিলাসপুর থেকে নাগপুর রুটে বলেই জানা যাচ্ছে। অন্যান্য অধিকাংশ রুটে বন্দে ভারতের যাত্রী সংখ্যা ৯৯ শতাংশের বেশি থাকলেও এই দুটি রুটে যাত্রী সংখ্যা ৫৫ শতাংশ থাকে। যে কারণেই এমন সিদ্ধান্ত।

রেলের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন রুট খতিয়ে দেখা হবে এবং যে সকল রুটে যাত্রী সংখ্যা কম দেখা যাবে সেই সকল রুটে এমন মিনি বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে। ভারতীয় রেলের এমন সিদ্ধান্ত খুব দ্রুত কার্যকরি হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। সিদ্ধান্ত কার্যকর হলে রেলের খরচ বাঁচবে কয়েক গুণ।

Advertisements