নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের মেরুদন্ড। প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ ট্রেনের ওপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। ভারতীয় রেলের উপর আমজনতার যেমন নির্ভরশীলতা ঠিক সেইরকমই ভারতীয় রেলের তরফ থেকেও নাগরিকদের ভালো পরিষেবা দেওয়ার জন্য নানান পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে।
ভারতীয় রেলের বিভিন্ন পদক্ষেপের মধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ হলো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তির এই ট্রেনটি আপাতত দেশের সবচেয়ে উচ্চ গতি সম্পন্ন ট্রেন। এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৮০ কিলোমিটার। যদিও এখনো পর্যন্ত যে সকল রুটে এই ট্রেন যাতায়াত করছে সেখানে সর্বোচ্চ ঘন্টায় ১৩০ কিলোমিটার গতিবেগে ট্রেনটি যাতায়াত করে।
তবে এই ট্রেনটির গতিবেগ আরও বৃদ্ধি করা হবে এবং সর্বোচ্চ গতিবেগ পৌঁছে যাবে ঘন্টায় ২২০ কিলোমিটারে। এর জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে ভারতীয় রেল। বন্দে ভারতের গতিবেগ ঘন্টায় ২২০ কিলোমিটারে পৌঁছে দেওয়ার জন্য পরীক্ষামূলক ট্র্যাক তৈরি করা হচ্ছে। রাজস্থানের জোঘপুর ডিভিশনের গুধা-থাথানা মিথাদির মধ্যে এই ৫৯ কিলোমিটারের টেস্টিং ট্র্যাক তৈরি করছে ভারতীয় রেল।
রাজস্থানের রাজধানী জয়পুর থেকে ৭০ কিলোমিটার দূরে তৈরি করা হচ্ছে এই টেস্টিং ট্র্যাক। আগামী বছর এই ট্র্যাকে পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। টেস্টিং এই ট্র্যাক তৈরি হওয়ার পর ভারত বিশ্বের প্রথম দেশ হবে যেখানে রোলিং স্টকের জন্য আন্তর্জাতিক মানের একটি পরীক্ষার সুবিধা থাকবে। এর ফলে উচ্চগতির ট্রেন তৈরি করার সংখ্যা অনেক বৃদ্ধি পাবে।
রেল সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের প্রথম ধাপের কাজ চলতি বছর শেষ হবে। দ্রুতগতির রেল লাইনের মূল লাইন থাকবে ২৩ কিলোমিটার। এর পাশাপাশি গুধাতে একটি ১৩ কিমি হাই স্পিড লুপ এবং নাভাতে একটি ৩ কিমি দ্রুত টেস্টিং লুপ থাকবে। এছাড়াও মিথ্রিতে ২০ কিমি কার্ভ টেস্টিং লুপ থাকবে। উচ্চ গতিতে ট্রেন চালানোর মাধ্যমে ট্রেনের ক্ষমতা যাচাই করে নেওয়া হবে।