সস্তার দিন শেষ! কলকাতায় বিদ্যুৎ খরচ কয়েকগুণ বৃদ্ধির আশঙ্কা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে বিদ্যুৎ সংযোগ দেশ এবং রাজ্যের অধিকাংশ বাসিন্দাদের বাড়িতেই পৌঁছে গিয়েছে। বিদ্যুৎ সংযোগ নেওয়া এবং বিদ্যুতের জন্য প্রতি মাসে গ্রাহকদের খরচ (electric bill) করতে হয়। তবে বিদ্যুতের জন্য আগে যা খরচ করতে হতো তার তুলনায় এবার কয়েকগুণ খরচ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিদ্যুৎ খরচ মূলত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে কলকাতা এবং সংলগ্ন এলাকায়।

Advertisements

জানুয়ারি মাসে CESC সংস্থার জ্বালানি এবং বিদ্যুৎ ক্রয় খাতে যে বাড়তি খরচ হয়েছিল তা গ্রাহকদের থেকে তোলার জন্য ‘ফুয়েল অ্যান্ড পাওয়ার পারচেজ অ্যাডজাস্টমেন্ট সারচার্জ’ (FPPAS) হিসাবে উল্লেখ করা হয়েছে। তবে উল্লেখ করা হলেও আপাতত সেই চার্জ নেওয়া হয়নি বলে জানানো হয়েছে। চার্জ নেওয়ার বিষয়ে CESC অপেক্ষা করছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের নির্দেশিকার।

Advertisements

FPPAS চার্জ হিসাবে মার্চ মাসে বিদ্যুতের বিলে যে অর্থ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে তাতে কলকাতা এবং সংলগ্ন এলাকার বাসিন্দাদের ১০ থেকে ১২ শতাংশ বিদ্যুৎ খরচ বৃদ্ধি পাবে তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা অথবা CESC হঠাৎ করে এই খরচ বৃদ্ধি করে না। CESC অন্তত ৪-৫ বছর আগে বিদ্যুতের দাম বৃদ্ধি করেছিল।

Advertisements

তবে এবার এই নিয়মে পরিবর্তন আনার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে একটি নতুন নীতি চালু করা হয়েছে। কেন্দ্র সরকারের তরফ থেকে বিদ্যুৎ (সংশোধনী) বিধি, ২০২২ নীতি লাগু করা হয়েছে। নতুন এই নিয়ম জারি হয়েছে গত ডিসেম্বর মাসে। নতুন নিয়ম অনুযায়ী, কয়লার দাম বৃদ্ধি পেলেই বৃদ্ধি পাবে বিদ্যুতের দাম।

এক্ষেত্রে নতুন নিয়ম অনুযায়ী কোন মাসে কয়লা অথবা অন্য কোন সামগ্রীর দাম বৃদ্ধি পেলে সেই খরচ গ্রাহকদের থেকে পরবর্তী দু’মাসে আদায় করে নিতে পারবে সংস্থা। সেই মোতাবেক মার্চ মাসে যে বিল সিইএসসি পাঠিয়েছে তাতে বিলের দ্বিতীয় পৃষ্ঠায় কেন্দ্রীয় এই নিয়মের উল্লেখ করা হয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে আশঙ্কা করা হচ্ছে দ্রুত বাড়বে বিদ্যুতের বিল।

Advertisements