বাংলার এই রুটে ছুটবে বিলাসবহুল ট্রেন বন্দে ভারত মেট্রো, যাতায়াত করবে দিনে পাঁচবার!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) স্বপ্ন হিসেবে ইতিমধ্যেই দেশের বিভিন্ন রুটে চলাচল করছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। ভারতীয় রেলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস বিভিন্ন রুটে চালানোর পাশাপাশি চালানো হবে বন্দে ভারত মেট্রো (Vande Bharat Metro)। বন্দে ভারত এক্সপ্রেসের পাশাপাশি বন্দে ভারত মেট্রো নিয়েও ভারতীয় রেলের একগুচ্ছ পরিকল্পনা রয়েছে।

Advertisements

জানা যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের মতই বিলাসবহুল এবং দ্রুতগতির ট্রেন হিসাবে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করবে বন্দে ভারত মেট্রো। বন্দে ভারত মেট্রো ছুটবে ১০০ কিলোমিটারের কম দূরত্বের মধ্যে। অর্থাৎ যে সকল দুই শহরের দূরত্ব ১০০ কিলোমিটারেরও কম সেই দুই শহরের মধ্যেও বন্দে ভারত দৌঁড়ানোর পরিকল্পনা রয়েছে।

Advertisements

পরিকল্পনা অনুযায়ী ইতিমধ্যেই রেলের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আর সেই সকল পদক্ষেপের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের একটি রুটে বন্দে ভারত মেট্রো চলবে বলে জানা গিয়েছে। বাংলার সেই রুটটি হলো শিয়ালদা থেকে কৃষ্ণনগর। সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে খুব তাড়াতাড়ি এই দুই শহরের মধ্যে যাতায়াত শুরু করবে বন্দে ভারত মেট্রো।

Advertisements

বন্দে ভারত মেট্রো হল বন্দে ভারত এক্সপ্রেসের আলাদা একটি সংস্করণ। চলতি বছর ডিসেম্বর মাসের মধ্যেই এই ট্রেন তৈরি হবে এবং বিভিন্ন রুটে যাতায়াত শুরু করবে। সূত্র মারফত জানা যাচ্ছে এক একটি বন্দে ভারত মেট্রোতে চারটি করে কোচ থাকতে পারে। সেই সকল আরামদায়ক কোচে এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে শিয়ালদা থেকে কৃষ্ণনগর ৯৭ কিলোমিটার দূরত্বের পথে একটি বন্দে ভারত মেট্রো যাতায়াত করতে পারে। এই ট্রেনটি প্রতিদিন চার থেকে পাঁচ বার যাতায়াত করবে বলেই জানা যাচ্ছে। জানা যাচ্ছে ভাড়াও সাধারণ যাত্রীদের সাধ্যের মধ্যেই থাকবে। সাধারণ যাত্রীরা এই ট্রেন চালু হলে অনেক তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে পারবেন।

Advertisements