পোস্ট অফিস সম্প্রতি বিনিয়োগকারীদের জন্য নিয়ে এলো সুবর্ণ সুযোগ। এখানকার টাইম ডিপোজিট অ্যাকাউন্ট হল একটি দুর্দান্ত বিনিয়োগের মাধ্যম। সাধারণত পোষ্ট অফিস (Post Office) টাইম ডিপোজিট অ্যাকাউন্টের মেয়াদ হলো ৫ বছর। অবশ্য এই মেয়াদের বৃদ্ধি হয়ে থাকে। পোস্ট অফিসের এই স্কিম যথেষ্টই নিরাপদ এবং গ্যারান্টি যুক্ত। সেই কারণে অল্প বিনিয়োগকারীদের এই স্কিম বেজায় পছন্দের।
আসলে সম্প্রতি সুদের হার ব্যাপক বৃদ্ধির পাওয়ার জন্য এটি বিনিয়োগকারীদের ব্যাপক পছন্দের স্কিম। ২০২৩ সালের ১লা এপ্রিল পর্যন্ত সবরকম ছোট সঞ্চয় পরিকল্পনার সুদের হারে ব্যাপক পরিবর্তন এসেছে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) বাদে সমস্ত সঞ্চয় পরিকল্পনার সুদের হার ১০ থেকে ৭০ বেসিস পর্যন্ত পয়েন্ট বেড়ে গেছে।অনেকেই আছেন যারা সর্বদাই গ্যারান্টিযুক্ত আয় চান এবং ঝুঁকি নেই এমন জায়গায় বিনিয়োগ করতে চান। তাদের জন্য পোষ্ট অফিস (Post Office) এর টাইম ডিপোজিট প্রোগ্রাম হলো সেরার সেরা।
চলতি বছরের ১লা এপ্রিল থেকে, পাঁচ বছর মেয়াদী পোস্ট অফিস টাইম ডিপোজিটে সুদের হার সরকার বাড়িয়ে বার্ষিক ৭ থেকে ৭.৫ শতাংশ বৃদ্ধি করেছে।গ্রাহকরা চাইলেই পোস্ট অফিসের টাইম ডিপোজিট অ্যাকাউন্টে ১ বছর, ২ বছর, ৩ বছর বা ৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন।এটি ম্যাচিওর হওয়ার পরে অতিরিক্ত এক বছরের জন্য চাইলে আপনি মেয়াদ বাড়াতে পারেন। পোষ্ট অফিস (Post Office) এর এই নতুন স্কিমের অধীনে সর্বাধিক তিন ব্যক্তির সঙ্গে একক এবং যৌথ উভয় অ্যাকাউন্টই করা যেতে পারে।
ন্যূনতম ১০০০ টাকা ডিপোজিট করেই একটি টাইম ডিপোজিট অ্যাকাউন্ট শুরু করতে পারা যায়। তবে পোস্ট অফিসে টাইম ডিপোজিট-এর কোন বিনিয়োগ ক্যাপ নেই৷যেকোনো একক প্রাপ্তবয়স্ক ব্যাক্তি পোষ্ট অফিস (Post Office) এই বিনিয়োগ করতে পারবেন। অভিভাবক হিসাবে যে কেউ ১০ বছরের বেশি বয়সী নাবালক বা নাবালিকার জন্য একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। তিনজন পর্যন্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা একটি যৌথ অ্যাকাউন্ট খুলতে পারেন।
টাইম ডিপোজিটে যদি সঠিক ভাবে বিনিয়োগ করা যায় তাহলে ব্যাপক লাভ হতে পারে। যদি কোন ব্যক্তি ৭.৫ শতাংশ সুদের হারে 5 বছরের জন্য 6 লাখ টাকা বিনিয়োগ করে, তাহলে ম্যাচিওর হলে সেই ব্যক্তি সুদের 2,69,969 টাকা এবং সামগ্রিকভাবে 8,69,969 টাকা উপার্জন করতে পারবেন। অল্প বিনিয়োগেও পেতে পারেন এই সুরক্ষিত এবং গ্যারান্টি যুক্ত স্কিম।এতে ভালো লাভ হবে আপনার।