Viral Video: সস্তার বাজারে ভিড়, পছন্দের শাড়ি নিয়ে চুলোচুলি দুই মহিলার

Antara Nag

Published on:

Advertisements

শাড়ি ও গয়না যেখানে মহিলাদের ভিড় অবশ্যই সেখানে। এইসব জিনিসের মায়া কাটাবে এমন মহিলা ভূ- ভারতে নেই। আর যদি সেই পছন্দের শাড়িটি আপনি পেয়ে যান বড়সড় ছাড়ে? তাহলে তো আর কথাই হবেনা। সবার আগে গিয়ে বাজারের সেরা জিনিসটি কিনতে হবে কম দামে। আর যদি আপনার পছন্দের জিনিসটির ওপর নজর থাকে অন্যজনের? তাতেই বেঁধে যাবে তুমুল ক্যাচাল। আর সেই ক্যাচালের ভিডিও এখন ভাইরাল (Viral Video) নেট দুনিয়ায়।

Advertisements

বেঙ্গালুরুর (Bengaluru) সেলের বাজারে দেখা গেলো এমনই ঘটনা। দুই মহিলাকে সেলের শাড়ি দখল নিয়ে দেখা গেলো যুদ্ধংদেহি মেজাজে। শাড়ি দখলের লড়াইতে চললো চুলোচুলি, কিল, চড়, ঘুসি। রাতারাতি সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি ভাইরাল (Viral Video) হয়েছে। বহু মানুষই নিন্দা করেছেন কেউ কেউ মজার মন্তব্যে ভরিয়ে দিয়েছেন কমেন্টবক্স।

Advertisements

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর মালেশ্বরমে। সেখানে একটি শাড়ির দোকানে চলছিল বর্ষ শুরুর সেল। মাইসুরু সিল্ক শাড়ির ওপর ছিল মোটা অংকের ডিসকাউন্ট, স্বাভাবিকভাবেই বহু মহিলা ক্রেতা ভিড় জমিয়েছিল দোকানটিতে। একটি শাড়ি দুজন মহিলার পছন্দ হওয়ায় গোলমাল সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে (Viral Video) দেখা গেছে একটি শাড়ি নিয়ে বচসায় লিপ্ত দুজন মহিলা। শাড়ি নিয়ে টানাটানি রীতিমত বিধ্বংসী আকার ধারণ করে। এরপর শুরু হয়ে যায় এলোপাথাড়ি চর, ঘুসি, কিল এমনকি চুলোচুলি পর্যন্ত শুরু হয়ে যায় দুইজন মহিলার।

Advertisements

সবথেকে আশ্চর্যের বিষয় হল যখন এই দুই জন মহিলা বচসায় লিপ্ত তখন দোকানের অন্য কোন মহিলা এদের থামানোর জন্য এগিয়ে আসেনি। দুই মহিলা রীতিমতো শাড়ি দখলের লড়াইতে ব্যস্ত। নিরাপত্তা রক্ষীরাও এদের থামানোর ব্যর্থ চেষ্টা করেন পরে অন্যরা এগিয়ে আসেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

খুব তাড়াতাড়ি এই ভিডিওটি ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওটিতে ভিউ হয়েছে এক লক্ষেরও বেশি। নেটিজেনদের মধ্যে একজন কটাক্ষ করে বলেছেন যে, তার এই দুই মহিলার আচরণ ভালো লেগেছে, কারণ মারপিটের মধ্যেও তারা কেনাকাটা চালিয়ে গেছেন। আরেকজন মন্তব্য করেছেন যে, মহিলাদের কাছে শাড়ি শুধু পোশাক নয় তার সাথে জড়িয়ে আছে বহু আবেগ। অন্য আরেকজন বলেছেন, এই দেশে জমি, শাড়ি, ও টাকা নিয়ে সংঘর্ষে জড়াতে জনগণ কখনোই পিছপা হবে না।

Advertisements