Selife Banned: সেলফি তুললেই ২৫০০০ টাকা জরিমানা! আজব নিয়ম রয়েছে এই শহরে

Antara Nag

Published on:

Advertisements

ডিজিটাল যুগে সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই সেলফি তুললেই যদি দিতে হয় আপনাকে জরিমানা? চুরি কিংবা ডাকাতি নয়, সেলফি তোলা রীতিমত চরম অপরাধ এই শহরে। ভুলেও যদি এই কাজ করেন তাহলে গুনতে হবে মোটা অংকের জরিমানা। এই অদ্ভুত নিয়মটি জারি করা আছে সুন্দর পরিবেশে ঘেরা একটি বিদেশি শহরে। অবাক হলেও ঘটনাটি এক্কেবারে সত্যি। ইতালির এক শহরে সেলফি (Selfie Banned) তুললেই পর্যটকদের দিতে হচ্ছে ২৫ হাজার টাকা ফাইন।

Advertisements

এখানে কথা বলা হচ্ছে ইতালির পোর্টোফিনো শহর সম্পর্কে। বিদেশের মন জয় করা জায়গাগুলির মধ্যে সেরার সেরা হলো পোর্টোফিনো। এর প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই পর্যটকদের মন কাড়ে। এখানে আছে ঘন নীল জলরাশি ও তার সাথে সামঞ্জস্য রেখে সবুজ জঙ্গল। তারই মাঝে আছে অসংখ্য রংবেরঙের ঘরবাড়ি। এক কথায় এই সুন্দর শহরকে ভোলা অসম্ভব। দেশ বিদেশের বিভিন্ন পর্যটক এখানে এসে ভিড় জমায় এর প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য। বিশেষত গ্রীষ্মকালে এই শহর যেন ছবির মত সেজে ওঠে।

Advertisements

বর্তমানে অদ্ভুত এক নিয়ম জারি করেছে এই শহরের প্রশাসন। শহরের যে কোন প্রান্তে আপনি মন খুলে ঘুরতে পারবেন, উপভোগ করতে পারবেন প্রকৃতিকে। কিন্তু যেখানে সেখানে দাঁড়িয়ে ছবি তোলাতে ঘোর আপত্তি এই শহরের প্রশাসনের। কোন পর্যটক যদি এখানে দাঁড়িয়ে সেলফি (Selfie Banned) তোলেন তাহলে তাকে দিতে হবে ২৫ হাজার টাকা ফাইন। তবে এহেন অদ্ভুত নিয়মের পিছনে এক বিশাল সমস্যার কথা তুলে ধরেছেন এখানকার প্রশাসন।

Advertisements

এই শহরে আগত পর্যটকদের বিনোদন সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল এই শহরের বাসিন্দাদের। পর্যটকরা যেখানে সেখানে দাঁড়িয়ে নিজস্বী তুলতো ফলে যানজট লেগেই থাকতো পোর্টফিনোতে। এখানকার বাসিন্দাদের নিত্য প্রয়োজনীয় কাজে এর ফলে ব্যাঘাত ঘটতো। তাই এখানকার প্রশাসন একেবারে কঠোর নিয়ম জারি করে নিজস্বী তোলাকে বন্ধ (Selfie Banned) করে।

সাধারণত এই শহরে গ্রীষ্মকালের কয়েক মাস খুব পর্যটকদের ভিড় হয়। তাই বিশেষ করে ওই সময়টাতে এই নিয়ম কঠোরভাবে পালন করা হয়। যদি সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কোনও পর্যটক সেলফি (Selfie Banned) তোলেন তাহলে মোটা টাকা জরিমানা দিতে হবে তাঁকে। কিন্তু ইতালির এই শহরই শুধু নয়, বিশ্বের এমন অনেক জায়গা আছে যেখানে সেলফি তোলা নিষিদ্ধ। অনেক জায়গায় শুধুমাত্র পর্যটকদের সুরক্ষার কথা ভেবে এমন নিয়ম রাজি করা হয়েছে। আবার অনেক জায়গায় পর্যটকদের ব্যবহারে অতিষ্ঠ হয়ে এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রশাসন। তবে এই অদ্ভুত নিয়মে পর্যটকরা মোটেই খুশি হননি।

Advertisements