নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) উপর নির্ভরশীল দেশের লক্ষ লক্ষ মানুষ। লক্ষ লক্ষ মানুষের কথা মাথায় রেখে ভারতীয় রেল তাদের পরিষেবা দেওয়ার পাশাপাশি নাগরিকদের কথা মাথায় রেখে নানান সুযোগ-সুবিধাও দেওয়া হয়ে থাকে। সেই সকল সুযোগ সুবিধার মধ্যে একটি হলো প্রবীণ নাগরিকদের টিকিটে ছাড়।
প্রবীণ নাগরিকদের টিকিটের ক্ষেত্রে বিপুল পরিমাণ ছাড় কোভিড কালের আগে দেওয়া হতো। কিন্তু দেশে করোনা অতিমারি ছড়িয়ে পড়ার পর রেল পরিষেবা সম্পূর্ণভাবে ব্যাহত হয়। পুনরায় সেই রেল পরিষেবা চালু হলেও ভারতীয় রেলের তরফ থেকে আর প্রবীণ নাগরিকদের সেই ছাড় ফিরিয়ে দেওয়া হয়নি।
এই নিয়ে দিনের পর দিন ক্ষোভ বাড়ছে দেশের বড় সংখ্যার মানুষদের মধ্যে। সেই সকল ক্ষোভের কথা মাথায় রেখে রেলের তরফ থেকে তৈরি করা কমিটি পর্যবেক্ষণ চালিয়ে নতুন করে ছাড় ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি সেই ছাড় প্রত্যাবর্তন করবে। তবে এসবের মধ্যেই দেশের শীর্ষ আদালতে ট্রেনের টিকিটে প্রবীণ নাগরিকদের ছাড় নিয়ে একটি মামলা হয়। সেই মামলার রায় সম্প্রতি জানানো হয়েছে।
শীর্ষ আদালতে এই সংক্রান্ত মামলায় ধাক্কা খেতে হয়েছে প্রবীণ নাগরিকদের। প্রবীণ নাগরিকদের জন্য ট্রেনের টিকিট ছাড় ফিরিয়ে আনার জন্য শুক্রবার আদালতে করা আবেদনের পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতের বিচারপতি এস কে কৌল এবং আহসানউদ্দিন আমানুল্লাহের বেঞ্চ জানিয়েছে, “সংবিধানের আর্টিকেল 32 -এর আওতায় একটি পিটিশনে আদেশের রিট জারি করা আদালতের পক্ষে সঠিক হবে না।”
ট্রেনের টিকিটের প্রবীণ নাগরিকদের ছাড় ফেরানোর জন্য শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন এম কে বালাকৃষ্ণান। তবে তার আবেদন খারিজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে শীর্ষ আদালতের তরফ থেকে জানানো হয়েছে, প্রবীণ নাগরিকদের ছাড় দেওয়ার দায়িত্ব সরকারের।