Vande Bharat Express Making Cost : বন্দে ভারত এক্সপ্রেস ভারতীয় রেলের এক স্বপ্নের বাস্তবায়ন। ভারতীয় রেলের গর্বের মুকুট এই অত্যাধুনিক ট্রেন। ট্রেন যাত্রীদের কাছেও আগ্রহের কেন্দ্রবিন্দু বন্দে ভারত এক্সপ্রেস। দেশজুড়ে একাধিক বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে।
হাওড়া-এনজিপি রুটে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পেয়েছে বাংলা। খুব শীঘ্রই দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস বাংলা থেকে নিয়মিত চলাচল শুরু করবে। কিন্তু জানেন এই ট্রেন তৈরি করতে খরচ হয় কত? এক একটি কোচ নির্মাণ করতেই বা কত টাকা ব্যয় করতে হয় ভারতীয় রেলকে?
অত্যাধুনিক নানান প্রযুক্তিতে মোড়া বন্দে ভারত এক্সপ্রেস। উচ্চ গতির ট্রেন বন্দে ভারত একপ্রেস। সেটা তো আপনি যাত্রীদের সফরের আনন্দ। তাছাড়াও যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে একাধিক সুবিধা রয়েছে এই টেনে। রয়েছে অটোমেটিক ডোর। তাছাড়াও চার্জিং পয়েন্ট থেকে শুরু করে রোটেটিং চেয়ার সহ একাধিক সুবিধা রয়েছে বন্ধ ভারত এক্সপ্রেস এ বলা বাহুল্য এমন একটি ট্রেন তৈরি করতে ভারত সরকারকে বেশ মোটা টাকা ব্যয় করতে হয়।
উল্লেখ্য, সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি বন্দে ভারত এক্সপ্রেস। এই নয়া ট্রেন ভারতবর্ষকে তাক লাগিয়ে দিয়েছে। শুধু দেশ নয়, দেশের বাইরের মানুষজনও ভারতের এই সেমি হাই স্পিড ট্রেনের প্রশংসা করেছেন। তাছাড়াও ক্রমাগত এই ট্রেনের গতি বাড়ানো সহ উন্নতির জন্য প্রয়াস চলছে। কিন্তু এই বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করতে সরকারি কোষাগার থেকে কত টাকা খরচ হয়? সে হিসাব জানলে মাথা ঘুরে যাবে আপনার। আসুন জেনে নেওয়া যাক।
বন্দে ভারত এক্সপ্রেস প্রথম তৈরি হয়েছিল ২০১৮ সালে। সূত্রের খবর, সে সময় ষোলো কোচের বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করতে খরচ হয়েছিল ৯৮ কোটি টাকার মতো। সংশ্লিষ্ট মহল মনে করছে, বর্তমানে এই ট্রেন তৈরি করতে ১১০ কোটি টাকা খরচ হবে। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই দূরপাল্লার ট্রেন আকারে আয়তনে বেশ বড়। ওজনও বেশ। যদিও এই ট্রেনের ইঞ্জিন যথেষ্ট শক্তিশালী। তাই ওজন বেশি হলেও গতি কমে না এই ট্রেনের। ঘণ্টায় ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ছুটতে পারে এই ট্রেন। উল্টে কিছু ক্ষেত্রে গতি কমার জন্য রেলওয়ে ট্র্যাকগুলিকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা।