বদলে যাবে শহরের চেহারা, ট্রাম নিয়ে নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কলকাতার বুকে এক সময়ের গণপরিবহনের অন্যতম মাধ্যম ট্রাম (Tram) এখন ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছে। অন্ততপক্ষে যেভাবে ট্রাম লুপ্ত হয়ে দাঁড়াচ্ছে তাতে এমনটাই মনে করা হচ্ছে। তবে এই পরিস্থিতিতে ট্রামপ্রেমীদের জন্য সুখবর দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি মামলার পরিপ্রেক্ষিতে নতুন নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নির্দেশ বদলে দিতে পারে শহরের চেহারা।

Advertisements

কলকাতার বুক থেকে ধীরে ধীরে ট্রাম লুপ্ত হয়ে যাওয়ার পাশাপাশি ট্রাম লাইন পিচ দিয়ে ঢেকে দেওয়ার ঘটনা সামনে আসতে দেখা যাচ্ছিল। এর প্রতিবাদে কলকাতা হাইকোর্টে পিপল ইউনাইটেড ফর বেটার লিভিং ইন ক্যালকাটা (PUBLIC) নামে একটি এনজিও-র তরফ থেকে জনস্বার্থ মামলা করা হয়। তাদের অভিযোগ, কলকাতায় যথেচ্ছ ভাবে বন্ধ করার চেষ্টা চালানো হচ্ছে ট্রাম পরিষেবা।

Advertisements

এই মামলার পরিপ্রেক্ষিতে সম্প্রতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দিয়েছে, ট্রাম লাইন পিচ দিয়ে ঢেকে দেওয়ার যে কাজ চালানো হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। এ নিয়ে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছে এবং ট্রাম নিয়ে সরকারের কি নীতি তা আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে এই পরিবহনকে রক্ষা করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করছে সরকার তা জানাতে।

Advertisements

এই মামলার পরিপ্রেক্ষিতে আবেদনকারীদের তরফ থেকে আইনজীবী সিদ্ধার্থ মিত্র জানিয়েছেন, আদালত নির্দেশ দিয়েছে ট্রাম লাইন পিচ দিয়ে ঢেকে দেওয়ার যে কাজ চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে এবং ট্রাম বিক্রি করা অথবা সরিয়ে দেওয়া থেকে সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে।

বর্তমানে কলকাতা শহরে ঐতিহ্যবাহী ট্রাম নেই বললেই চলে। এই পরিস্থিতিতে মামলাকারীরা অভিযোগ করেন, কোনরকম সমীক্ষা ছাড়াই ট্রাম ব্যবস্থাকে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের বাসিন্দা এবং পরিবেশের উপর এর কি প্রভাব পড়তে পারে সেই বিষয়টি পর্যালোচনা না করেই এমন সিদ্ধান্ত নিচ্ছে কর্তৃপক্ষ।

Advertisements