করমণ্ডল দুর্ঘটনার রেস কাটতে না কাটতেই বাঁধল ভয়ঙ্কর কাণ্ড, নতুন করে আতঙ্কে রেল যাত্রীরা

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা (Train Accident) সবেমাত্র ৮ দিন পার করেছে। ভয়ঙ্কর এই দুর্ঘটনার রেস এখনো কাটেনি, এখনো এই ট্রেন দুর্ঘটনার ক্ষত দগদগে। তবে এরই মধ্যে নতুন এক কান্ড বাঁধলো আর সেই কান্ড নতুন করে আতঙ্কে ফেলল রেলযাত্রীদের। একের পর এক এইভাবে ট্রেন দুর্ঘটনার কবলে পড়ার পরিপ্রেক্ষিতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ছেন রেল যাত্রীরা।

Advertisements

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় এখনো যেখানে শত শত পরিবার তাদের সদস্যদের হারিয়ে সর্বহারা হয়ে পড়েছেন, যেখানে এখনো বহু মানুষ হাসপাতালে জীবন বাঁচানোর জন্য লড়াই চালাচ্ছেন, সেই সময়ই মেদিনীপুর-হাওড়া রেল শাখার গিরি ময়দান ও খড়গপুর স্টেশনের মাঝে কাটিং খোলি এলাকায় যাত্রী ভর্তি একটি লোকাল ট্রেন লাইনচ্যুত হয়। শনিবার রাতে ঘটে যাওয়া এমন ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। যদিও রেল এই ঘটনায় মুখের রীতিমত কুলুপ এঁটেছে।

Advertisements

জানা যাচ্ছে, মেদিনীপুর থেকে ওই লোকাল ট্রেনটি রওনা দিয়েছিল। ট্রেনটি ছিল হাওড়াগামী। শনিবার রাত ০৯:০৫ মিনিট নাগাদ ট্রেনটি মেদিনীপুর স্টেশন ছাড়ে। এরপর গিরি ময়দান স্টেশন পার করার কিছু সময় পরে খড়গপুর স্টেশনের আগে কাটিং খোলি এলাকায় একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে ইঞ্জিন-সহ বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায়।

Advertisements

হঠাৎ ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ার কারণে যাত্রীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনার পরই অন্ধকার এলাকায় ট্রেন থেকে আতঙ্কিত যাত্রীদের একাংশ এদিক-ওদিক ঝাঁপ দিতে শুরু করেন। মনে করা হচ্ছে আতঙ্কিত হয়ে এদিক-ওদিক লাফানোর ফলেই যাত্রীদের বেশ কয়েকজন আহত হন। আহত যাত্রীদের খড়গপুর রেলওয়ে মেইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি যাত্রীদের কোনক্রমে নিয়ে যাওয়া হয় খড়গপুর।

ওড়িশার বাহানাগা বাজারে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর রেলের নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহল প্রশ্ন তোলে। তবে উল্লেখযোগ্য বিষয় হল এই রেল দুর্ঘটনার পর আবার একাধিক রেল দুর্ঘটনা সামনে আসতে দেখা যায়। এরই মধ্যে শনিবার রাতের মেদিনীপুরে লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা নতুন করে রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

Advertisements