Petrol Pump Dealership : বিশ্বের সবথেকে জনবহুল দেশ বর্তমানে ভারত। ভারতবাসী নিজস্ব গাড়ি অথবা মোটর বাইকে চলাফেরা করতে সবথেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ভারতে মত দেশে জ্বালানি তেলের ব্যবসা বেশ লাভ জনক হতে পারে। আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক, আপনি যদি নিজের ফুয়েল পাম্প তুলতে চান – তাহলে কত টাকার মূলধন প্রয়োজন? কি কি শর্ত মানতে হবে? কেমন যোগ্যতা প্রয়োজন, ইত্যাদি সব বিষয়ে।
প্রথমেই জেনে নিন একটি পেট্রোল পাম্প খুলতে আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। ভারত সরকারের নিয়ম অনুযায়ী আপনি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা দশম শ্রেণী বা সমতুল্য পাশ করে থাকলে, আপনি একটি পেট্রোল পাম্প খুলতে পারেন। এক্ষেত্রে বয়সসীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেট্রোল পাম্প খুলতে হলে আপনার বয়স হতে হবে ২১ বছর থেকে ৫৫ বছরের মধ্যে। তাছাড়া পেট্রোল পাম্প খুলতে হলে প্রয়োজন অভিজ্ঞতা। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবসায়িক ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা অন্যতম শর্ত।
একটি পেট্রোল পাম্প খুলতে হলে আর্থিকভাবে শক্তপোক্ত হতে হবে। কারণ জ্বালানি তেলের ব্যবসা করতে হলে শুরুতেই আপনাকে বিনিয়োগ করতে হবে মোটা টাকা। একটি ফুয়েল পাম্প খুলতে পারলে যেমন প্রচুর টাকা লাভ করার সুযোগ রয়েছে, তেমনি শুরুতে বেশ মোটা অংকের টাকা আপনাকে বিনিয়োগ করতে হবে। নিয়ম অনুযায়ী যিনি পেট্রোল পাম্প খুলতে চান, তার কাছে ন্যূনতম ২৫ লক্ষ টাকা থাকতে হবে। পাশাপাশি তার পরিবারের আর্থিক সামর্থ্য হতে হবে ৫০ লক্ষ টাকা। পাশাপাশি যিনি আবেদন করবেন, তার বিরুদ্ধে কোন অপরাধমূলক অভিযোগ থাকা চলবে না। ব্যবসায়িক ঋণ খেলাপির কোনও অভিযোগ থাকলেও, তিনি যোগ্য বলে বিবেচিত হবেন না।
এছাড়াও পেট্রোল পাম্প খুলতে হলে অনেকগুলি ক্ষেত্রে আপনাকে বিনিয়োগ করতে হবে। যার অন্যতম জমি। পাশাপাশি পেট্রোল পাম্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, মেশিনের খরচ আছে। তাছাড়াও রয়েছে লাইসেন্স ফি। পেট্রোল পাম্প খুলতে হলে কোনও ব্যস্ত রাস্তার পাশে আপনাকে জমি নির্ধারণ করতে হবে। সেই জমির মূল্য হতে পারে কুড়ি লক্ষ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত। পেট্রোল পাম্প নির্মাণ করতেও আপনার মোটা অংকের টাকা খরচ হবে। এক্ষেত্রে খরচ হতে পারে ৩০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত। পেট্রোল পাম্প খোলার সরঞ্জামের জন্য ২০ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা খরচ হতে পারে। পেট্রোল পাম্প খোলার লাইসেন্সের জন্য খরচ হতে পারে ২ থেকে ৫ লক্ষ টাকা।
পেট্রোল পাম্প ডিলারশিপের জন্য কীভাবে আবেদন করবেন?
পেট্রল পাম্প খোলার লাইসেন্স পেতে তেল বিপণন সংস্থাগুলির দ্বারা প্রকাশিত বিজ্ঞাপনগুলিতে আপনার নজর রাখতে হবে।
https://www.petrolpumpdealerchayan.in/-এ যান।
আপনি যখন নতুন ডিলারশিপের বিজ্ঞাপন দেখতে পাবেন তখন সমস্ত বিবরণ এবং শর্তাবলী জেনে নিন। এরপর রেজিস্টার নাও বিকল্পে ক্লিক করুন এবং একটি অ্যাকাউন্ট তৈরি করতে বিশদটি পূরণ করুন৷ লগ ইন করুন এবং ড্যাশবোর্ডে অ্যাভেলেভেল অ্যাডভাটাইসমেন্ট এ ক্লিক করুন। আপনার পছন্দসই কোম্পানির নাম এবং রাজ্য নির্বাচন করুন এবং এখনই আবেদন করুন এ ক্লিক করুন। সমস্ত প্রয়োজনীয় বিবরণ প্রদান করুন, একটি ছবি এবং স্বাক্ষর আপলোড করুন। তারপর সাবমিট এ ক্লিক করুন। অনলাইন পেমেন্ট করুন।