নিজস্ব প্রতিবেদন : ভারতে যে সকল ফুড ডেলিভারি সংস্থা পরিষেবা দিয়ে থাকে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি সংস্থা হল Zomato। এই সংস্থা এখন দেশের কোনায় কোনায় তাদের পরিষেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। প্রতিদিন হাজার হাজার ফুড ডেলিভারি বয় লক্ষ লক্ষ গ্রাহকদের চাহিদা পূরণ করছেন। ব্যাপক জনপ্রিয়তা অর্জনকারী এই সংস্থাটি এবার এমন একটি ফিচার নিয়ে এলো যাতে আরও উপকৃত হবেন গ্রাহকরা।
Zomato অ্যাপের মাধ্যমে গ্রাহকরা বাড়িতে বসেই বিভিন্ন রেস্তোরাঁ থেকে খাবার সংগ্রহ করে থাকেন। এছাড়াও এই সংস্থার তরফ থেকে এখন আরও একাধিক পরিষেবা দেওয়া হচ্ছে তাদের গ্রাহকদের। এই সকল পরিষেবার জন্য আলাদা করে চার্জ নেওয়া হয়ে থাকে। সংস্থার তরফ থেকে এবার যে ফিচার আনা হয়েছে তাতে এবার এই খরচ বাজবে আর তার সঙ্গে সঙ্গেই বাজবে সময়ও।
Zomato গ্রাহকদের চাহিদা মত ফুড ডেলিভারি করে থাকলেও এযাবৎ একবার অর্ডার করে একটি হোটেল বা রেস্তোরাঁ থেকেই খাবার সংগ্রহ করা যেত। এতে কারো যদি একাধিক হোটেল থেকে খাবার সংগ্রহ করে খাওয়ার ইচ্ছে থাকে তাহলে তার জন্য আলাদা আলাদা ভাবে অর্ডার করতে হয়। এক্ষেত্রে যেমন সময় লাগে ঠিক সেই রকমই আবার আলাদা আলাদা ডেলিভারি চার্জ দিতে হয়।
এখন নতুন যে ফিচার আনা হয়েছে তাতে গ্রাহকরা এখন চাইলে একই সময়ে একাধিক রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করতে পারবেন। সংস্থার তরফ থেকে এমন ফিচার আনা হয়েছে মূলত দেশের বড় বাজার দখল করার জন্য। তবে এর সঙ্গে সঙ্গেই গ্রাহকরা পেয়ে যাবেন একাধিক সুযোগ-সুবিধা। জমেটো এই ফিচার চালু করেছে পিন কোড নামে একটি অ্যাপ থেকে অনুপ্রাণিত হয়ে।
নতুন ফিচার সম্পর্কে সংস্থা থেকে যা জানা গিয়েছে তাহলো এখন গ্রাহকরা বিভিন্ন রেস্তোরাঁ থেকে খাবার পছন্দ করে একসঙ্গে চারটি কার্ট তৈরি করতে পারবেন। এক্ষেত্রে একটি কার্ট অর্ডার করার পর ফিরে এসে পছন্দ করা বাকি খাবারগুলির জন্য অর্থাৎ বাকি কার্টগুলিও অর্ডার করতে পারবেন। আগে এমন সুবিধা ছিল না আর নতুন এই সুবিধার ফলে স্বাভাবিকভাবেই গ্রাহকরা অনেক উপকৃত হবেন।