নিজস্ব প্রতিবেদন : দিন দিন সোশ্যাল মিডিয়ার ব্যবহার বাড়ছে, তবে সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার আবার বহু ব্যবহারকারীর কাছেই একঘেয়েমি জিনিসে পরিণত হয়েছে। অনেকেই রয়েছেন যারা এই একঘেয়েমি থেকে রক্ষা পেতে চান। আর তারা বিভিন্ন ধরনের ধাঁধা অথবা কুইজ গেম খেলে থাকেন। আর এসবের জন্য সবচেয়ে ভালো জায়গা হল অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)।
একঘেয়েমি দূর করার জন্য আমরা আমাদের এই প্রতিবেদনে নিয়ে এসেছি একটি অংকের খেলা। যেখানে সহজেই দেওয়া অঙ্ককে সমাধান করতে হবে। অংকটি একেবারেই আলাদা ধরনের। কেননা আমরা চিরাচরিতভাবে যে ধরনের অংক করে থাকি তার থেকে এটি সম্পূর্ণ আলাদা। তবে এর সমাধান রয়েছে এবং সেই সমাধানের হাত ধরেই সঠিক উত্তর খুঁজে পাওয়া সম্ভব।
ছবিটিতে দেখা যাচ্ছে 8+8=91 রয়েছে। এটি দেখে সবার মধ্যেই মনে হতে পারে অংকটির উত্তর ভুল। আপনি দেখে প্রথমেই বলে দেবেন এটি ভুল রয়েছে। শুধু আপনি কেন, যারা দেখছেন তাদের ৯৯ শতাংশ মানুষই এই অংকটিকে ভুল বলেই দাবি করবেন এমনটাই আশা করা হয়। কিন্তু তা নয়। সত্যি বলতে যারা জিনিয়াস তারাই জানেন এই অংক একেবারে সঠিক। কেননা তারাই জানেন এই ধাঁধার রহস্য কি।
8+8=16, এটাই আমরা জানি। এক্ষেত্রে যেহেতু 91 উত্তর দেওয়া রয়েছে তাই তা ভুল ভাবাটাই স্বাভাবিক। কিন্তু একটু উল্টো ভাবে ভাবলে এর উত্তর 91 পাওয়া যেতে পারে। একটু আলাদাভাবে ভাবার ক্ষেত্রে প্রয়োজন আলাদাভাবেই চিন্তা-ভাবনা করা। কেননা আপনি অংকের হিসাবে কোনদিনই 8+8 সমান 91 পাবেন না। তাহলে কিভাবে এই অংকের সমাধান হবে?
এখনো আশা করি আপনাদের ৯৯ শতাংশ মানুষ যারা এই প্রতিবেদন পড়ছেন তারা এর উত্তর খুঁজে পাচ্ছেন না। আসলে অংকের ভাষায় এর উত্তর খুঁজে পাওয়া যাবে না, এর উত্তর খুঁজে পেতে হলে একটু আলাদাভাবেই ভাবতে হবে। কেননা এর উত্তর লুকিয়ে রয়েছে ব্ল্যাকবোর্ডের মধ্যেই। কারণ এই অংকের সঠিক উত্তর পেতে হলে আপনাকে ব্ল্যাকবোর্ডটি উল্টো করতে হবে। দেখুন ব্ল্যাকবোর্ড উল্টো করে সঠিক উত্তর মিলল কিনা!