Icon Of The Seas: টাইটানিকও ফেল! বিশ্বের বৃহত্তম এই জাহাজে চড়লে কত খসবে আপনার পকেট থেকে জানেন?

Published on:

Advertisements

Icon Of The Seas : অপেক্ষা আর মাত্র কিছুদিনের। ২০২৪ সালের শুরুতেই মহাসমুদ্রে পাড়ি দেবে ড্রাগন। বিশাল প্রমোদতরী আইকন অফ দা সিস শুরু করবে তার চলাচল। ইতিমধ্যেই সেই ছবি ব্যাপকভাবে ছড়াতে শুরু করেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। টাইটানিক পরবর্তী সময়ে বিশাল এই জাহাজটি সকলের নজর কেড়েছে। যেখানে আধুনিক সমস্ত সুযোগ সুবিধা থেকে সমস্ত রকম বিনোদনের ব্যবস্থা থাকছে। বিশাল আকারের এই জাহাজটি যেন একটি অত্যাধুনিক দ্বীপ হয়ে মহা সমুদ্রে ভেসে বেড়াবে। কিন্তু জানেন এই জাহাজের ওজন কত? জাহাজ তৈরিতে কত খরচ হয়েছে? টিকিটের দাম কত পড়বে? কি কি সুবিধা আপনি পেতে পারেন? আসুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।

Advertisements

২০২৪ সালের ২৭ জানুয়ারি যাত্রা শুরু করবে আইকন অব দ্য সিস। যা এক ঝলকে মনে করিয়ে দেবে টাইটানিকের কথা। এই জাহাজে এক সঙ্গে সাত হাজারের বেশি যাত্রী বসতে পারেন। ২,৫০,৮০০ টন ওজন তার, দৈর্ঘ্য ১,২০০ ফুট। ৫,৬১০ জন যাত্রী এবং ২,৩৫০ জন ক্রু সদস্য—সব মিলিয়ে ৭,৯৬০ জন যাত্রা করতে পারবেন এই জাহাজে চেপে। এতদিন পর্যন্ত ওয়ান্ডার অফ দ্য সিস ছিল বিশ্বের সবথেকে বড় জাহাজ। তবে সেই তকমা দখল করে নিয়েছে নতুন এই প্রমোদতরী।

Advertisements

রয়েল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল সংস্থাটি তৈরি করেছে বিশাল এই ক্রুজ শিপ। ওই সংস্থাটি রয়েছে এই জাহাজ পরিচালনার দায়িত্বে। ইতিমধ্যে এই জাহাজটি তার ট্রায়াল রান শেষ করেছে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে আইকন অফ সিসের ছবি। আগামী বছরের শুরুতেই আমেরিকার ফ্লরিডার মায়ামি থেকে যাত্রা শুরু করতে চলেছে ‘আইকন অব দ্য সিস’। গন্তব্য পূর্ব এবং পশ্চিম ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ।

Advertisements

এই প্রমোদতরীর সৌজন্যে ঘুরতে পারবেন অনেকগুলি জায়গা। এই জাহাজে চাপলে বিনোদন থেকে রোমাঞ্চ, কোনও কিছুরই অভাব হবে না। পরিচালনা এবং নিয়ামক সংস্থাটি তার সব রকম ব্যবস্থা রেখেছে এখানে। আইকন অব দ্য সিস’-এ চেপে ঘুরতে পারবেন ফিলিপসবার্গ, শার্লটি আমালি, কোকো কে, কোস্টা মায়া, কোজুমেল, রোয়াটান। যেতে সময় লাগবে প্রায় এক সপ্তাহ। এই এক সপ্তাহের সফরে যাত্রীদের যাতে কোনও বিনোদনের অভাব না হয়, সেই ব্যবস্থাও রয়েছে ‘আইকন অব দ্য সিস’-এ।

ওয়াটার স্লাইড, সুইমিংপুল, হ্রোয়ালপুল, সব কিছু রয়েছে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদ। এমন আরও ৪০টি বিনোদনের ব্যবস্থা রয়েছে ‘আইকন অব দ্য সিস’-এ। এই ‘ক্রুজ শিপ’-এ তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ওয়াটার পার্ক। ৬টি ওয়াটার স্লাইড, ৭টি সুইমিং পুল ও ৯টি বিশেষ ধরনের পুল থাকছে। এমনকী রয়েছে থিম পার্কও। সেখানে রয়েছে রিসর্ট সহ কৃত্রিম বিচ। তার সঙ্গে পানাহার, আমোদপ্রমোদের সবরকম ব্যবস্থা রয়েছে।

বিনোদন, আমোদপ্রমোদের এত কিছু ব্যবস্থা, এই সুবিশাল জাহাজে যাত্রা করার জন্য আপনাকে কত টাকা খসাতে হবে, জানেন? জনপ্রতি মার্কিন ডলারে ১,৭০৩, যা ভারতীয় মুদ্রায় ১,৩৯,৭০৭ টাকা। এই সুবিশাল জাহারে থাকছে ২৮ ধরনের কেবিন। তার মধ্যে ৮২% ঘরে ৩-৪ জন মানুষ অনায়াসে থাকতে পারবেন। পাশাপাশি ৭০% ঘরে রয়েছে ব্যালকনি। যাঁরা পরিবারের সঙ্গে এই প্রমোদতরীতে যাত্রা করবেন, তাঁদের জন্য রয়েছে আলাদা সুযোগ-সুবিধা। অ্যাকোয়া থিয়েটার, সুইম আপ বার সবকিছু রয়েছে সেখানে। রয়েছে লাইভ মিউজিক শোয়ের ব্যবস্থাও।

Advertisements