নিজস্ব প্রতিবেদন : নির্ধারিত সময়ের কিছু পরে এবার দেশের বিভিন্ন প্রান্তে বর্ষার (Monsoon) আগমন হয়েছে। তবে পরে বর্ষার আগমন হলেও বিভিন্ন জায়গায় সাধারণ বৃষ্টির থেকেও বেশি বৃষ্টি হয়েছে। সেই সকল জায়গা বানভাসি রূপ নেয়। আবার কোন কোন জায়গায় প্রয়োজনের তুলনায় অনেক কম বৃষ্টির সম্মুখীন। এমন পরিস্থিতিতে বৃষ্টির ঘাটতি মেটাতে আরও কয়েক দিন বর্ষণ প্রয়োজন হলেও আচমকা বর্ষা বিদায় নেবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস (IMD)।
হাওয়া অফিসের আশঙ্কা, আগস্টেই বর্ষার বৃষ্টিতে ফুলস্টপ পড়তে পারে। এর পিছনে রয়েছে এল নিনোর (el nino) প্রভাব। এই এল নিনোর প্রভাবেই আগস্ট মাসেই বর্ষা বিদায় নেবে বলে মনে করছে হাওয়া অফিস। এই এত তাড়াতাড়ি বর্ষা বিদায় নিলে এর প্রভাব যথেষ্ট লক্ষ্য করা যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। কেননা দেশের বহু এলাকায় রয়েছে যে সকল এলাকায় পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হওয়ার কারণে চাষাবাদের চরম সমস্যা তৈরি হচ্ছে।
IMD-র পূর্বাভাস অনুযায়ী ধীরে ধীরে দেশের অধিকাংশ জায়গাতেই কমছে বর্ষার গতিবিধি। এমন পরিস্থিতিতে আগামী ১৫ আগস্টের পর থেকেই গোটা দেশে কমে যাবে বৃষ্টির পরিমাণ। আগামী পাঁচ দিন হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে রাজস্থানের জয়পুর, আজমের, কোটা, মরতপুর এবং উদয়পুরে। এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বর্ষা এই মুহূর্তে কেবলমাত্র এক জায়গাতেই সক্রিয় রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, গোটা দেশের মধ্যে কেবলমাত্র হিমালয়ের পার্বত্য অঞ্চলে সক্রিয় রয়েছে বর্ষা। চলতি সপ্তাহে বৃষ্টির দাপট থাকলেও ধাপে ধাপে সেই দাপট উধাও হয়ে যাবে। আইএমডি ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, দুর্বল পর্যায়ে রয়েছে বর্ষা আর এক সপ্তাহ পর তা ব্রেক নিয়ে নেবে।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, ক্রমশ শক্তিশালী হচ্ছে এল নিনো। যার ফলে কালো মেঘ, ঝেঁপে বৃষ্টি, ঝড়ো হাওয়া সবেতেই ফুলস্টপ পড়তে চলেছে। আমেরিকার বিশেষজ্ঞদের তরফ থেকে জানা যাচ্ছে, এমন এক এল নিনো তৈরি হতে চলেছে যা ধারণার থেকেও শক্তিশালী। এমনকি প্রশান্ত মহাসাগরের উপরই তলের তাপমাত্রা এইভাবে বৃদ্ধি পাওয়ার ফলে বিশ্বের বিভিন্ন জায়গায় চরমভাবাপন্ন পরিস্থিতি তৈরি করতে পারে এই এল নিনো।