কম সুদে হোম লোন, নতুন বিশ্বকর্মা প্রকল্প! কারা পাবেন? স্বাধীনতা দিবসে ঘোষণা মোদির

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে পালিত হচ্ছে ৭৭ তম স্বাধীনতা দিবস (Independence Day)। ৭৭ তম এই স্বাধীনতা দিবসে প্রতিবারের মতো এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। চলতি বছর স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভাষণের দিকে সবচেয়ে বেশি নজর ছিল দেশের মানুষদের পাশাপাশি রাজনৈতিক মহলের। কেননা আগামী বছর রয়েছে লোকসভা নির্বাচন। আর সেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এবার স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি কি ঘোষণা করেন তার দিকেই তাকিয়ে ছিলেন সবাই।

Advertisements

এদিন প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসে মণিপুর থেকে শুরু করে দুর্নীতির আপাদমস্ত। তবে তার থেকেও বেশি উল্লেখযোগ্য হলো, এদিন তার ভাষণের অধিকাংশ অংশই ছিল মধ্যবিত্ত এবং মহিলাদের উন্নতির প্রসঙ্গ। লালকেল্লায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতকে উন্নত দেশে পরিণত করার জন্য অর্থনীতি এবং সাধারণ মানুষের ক্ষমতায়ন করাই লক্ষ্য। এর পাশাপাশি বক্তব্য রাখার সময় তিনি গ্যারান্টি দেন, আগামী পাঁচ বছরে ভারত বিশ্বের সবচেয়ে সমৃদ্ধিশালী প্রথম তিন দেশের তালিকায় থাকবে।

Advertisements

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন দাবি করেন, গত কয়েক বছরে দেশে মধ্যবিত্তের সংখ্যা কমেছে এবং মিডিল ক্লাস মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত পাঁচ বছরে দেশে ১৩.৫ কোটি মানুষ দারিদ্র্যসীমা থেকে উপরে উঠে এসেছেন। তারা এখন নিউ মিডিল ক্লাস অথবা মিডিল ক্লাসে রয়েছেন। ২০৪৭ সালের মধ্যে ভারত বিশ্বের অন্যতম উন্নত দেশে পরিণত হবে এবং সেই লক্ষ্যই রয়েছে তাদের।

Advertisements

এই সকল পরিসংখ্যান দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার আসন্ন লোকসভা নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক দিয়ে জানান, কম সুদে হোম লোন দেওয়ার ব্যবস্থা করবে সরকার। এই হোম লোন সেই সকল ব্যক্তিদের দেওয়া হবে যারা বস্তি, চৌল অথবা বেআইনি কলোনি এবং ভাড়া বাড়িতে বসবাস করেন। আর এর জন্য সরকারের তরফ থেকে খুব তাড়াতাড়ি একটি প্রকল্প আনা হচ্ছে।

এছাড়াও নরেন্দ্র মোদি বিশ্বকর্মা প্রকল্প নামে একটি প্রকল্প চালু করা হবে বলে জানান। এই প্রকল্পে বিভিন্ন কর্মীরা আবেদন করতে পারবেন। এই প্রকল্পের জন্য ১২ থেকে ১৫ হাজার কোটি টাকা খরচ করা হবে। আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ এই প্রকল্প চালু করা হবে বলে জানা যাচ্ছে।

Advertisements