ভারতের কোন ভাষা ধার করে চালায় শ্রীলঙ্কা! এটি আবার তাদের সরকারি ভাষাও

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চাকরি প্রার্থীরা তাদের পড়াশুনা শেষ করার পর চাকরির জন্য নানান প্রস্তুতি নিয়ে থাকেন। সে সকল প্রস্তুতির মধ্যে সাধারণ জ্ঞানের (General Knowledge) বিভিন্ন প্রশ্ন থাকে যেগুলি অনেকের অজানা। এই সকল প্রশ্নের মধ্যে আবার এমন কিছু প্রশ্ন থাকে যেগুলি পাঠ্য পুস্তকের বাইরে। সেরকমই ১৫টি প্রশ্ন নিয়ে আজ আমরা হাজির হয়েছি। এই সকল প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হল ভারতের কোন ভাষা শ্রীলঙ্কার (Sri Lanka) সরকারী ভাষা (official language) হিসাবে স্বীকৃতি লাভ করেছে?

Advertisements

১) ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি?
উত্তর : সিসমোগ্রাফ।
২) ঠাকুরমার ঝুলি কোন ধরনের গল্প সংকলন?
উত্তর : ঠাকুরমার ঝুলি হলো রূপকথার গল্প সংকলন।
৩) মানুষের শরীরের ভারসাম্য বজায় রাখে কোন অঙ্গ?
উত্তর : কান। যে কারণে কানে কোন কিছু হলে শরীরে ব্যালেন্স থাকে না।
৪) গ্রামের মানুষদের পরমায়ু কেন বেশি হয়?
উত্তর : গ্রামে শহরের তুলনায় দূষণের মাত্রা অনেক কম এবং প্রাকৃতিক সংস্পর্শ বেশি থাকায় গ্রামের মানুষদের পরমায়ু বেশি হয়।

Advertisements

৫) বিশ্বের কোন দেশ প্রথম পতাকা তৈরি করেছিল?
উত্তর : ডেনমার্ক।
৬) তাসের চারটি রাজার মধ্যে যার গোঁফ নেই তার নাম কি?
উত্তর : হরতনের রাজা।
৭) বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি চাষ হয়?
উত্তর : চীন।
৮) ভারত ছাড়াও কোন কোন দেশের জাতীয় ফল আম?
উত্তর : পাকিস্তান এবং ফিলিপাইন।

Advertisements

৯) দূর থেকে কোন রং সবচেয়ে ভালো দেখা যায়?
উত্তর : লাল।
১০) মহানিশি কোন সময়কে বলা হয়ে থাকে?
উত্তর : রাতে মধ্যভাগকে বলা হয় মহানিশি।
১১) ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি শিখ ধর্মের মানুষের বসবাস?
উত্তর : পাঞ্জাব।
১২) এশিয়ার সবচেয়ে সুখী দেশ কোন দেশকে বলা হয়?
উত্তর : ভুটান।

১৩) হেলমেটকে বাংলায় কি বলা হয়?
উত্তর : শিরস্ত্র বা শিরস্ত্রাণ।
১৪) ভারতের কোন ভাষা শ্রীলঙ্কার সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হয়?
উত্তর : এমনিতে শ্রীলঙ্কার সরকারি ভাষা হল সিংহল। তবে এর পাশাপাশি ভারতের তামিল ভাষাকেও সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়ে থাকে শ্রীলঙ্কায়।
১৫) মানুষের মাংস খায় কোন দেশের মানুষ?
উত্তর : অনেক দেশ রয়েছে তবে তার মধ্যে অন্যতম হলো পাপুয়া নিউগিনি।

Advertisements