ভারতের কোন রাজ্যে স্টেশন রয়েছে মাত্র একটি! জানেন সেই রাজ্যের নাম?

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের প্রায় এক কোটি মানুষ যার উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকেন তার নাম হলো ভারতীয় রেল (Indian Railways)। এই বিপুল সংখ্যক মানুষের নির্ভরশীলতাই আজ ভারতীয় রেল হয়ে দাঁড়িয়েছে গণপরিবহনের লাইফ লাইন। যে কারণে কোন কারণবশত রেল পরিষেবা স্তব্ধ হয়ে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হয়।

Advertisements

রেলের উপর যেমন বিপুলসংখ্যক মানুষের নির্ভরশীলতা রয়েছে ঠিক সেই রকমই রেলের তরফ থেকেও যাত্রীদের উন্নত থেকে উন্নততর পরিষেবা দেওয়ার চেষ্টা চালানো হয়। যে কারণে ভারতের মাটিতে ব্রিটিশ আমলে বিছানো রেল ব্যবস্থা আজ ধাপে ধাপে আরও উন্নতির দিকে এগোচ্ছে। ধাপে ধাপে ভারতের ট্র্যাকে নেমেছে বন্দে ভারতের মতো সেমি হাইস্পিড ট্রেন। আগামী দিনে বুলেট ট্রেন দৌড়ানো দেখার অপেক্ষায় রয়েছেন দেশবাসীরা।

Advertisements

ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক আর এই রেল নেটওয়ার্কের অঙ্গ হিসাবে প্রতিদিন প্রায় ১২ হাজার যাত্রীবাহী ট্রেন চালানো হয়। এই সকল ট্রেন আবার দেশের প্রায় আট হাজার রেল স্টেশনে পরিষেবা দিয়ে থাকে। কিন্তু এই প্রায় আট হাজার রেল স্টেশন যেখানে দেশের সব রাজ্যে পরিষেবা দিচ্ছে সেখানে জানলে অবাক হবেন, দেশে এমন একটি রাজ্য রয়েছে যেখানে একটি রেল স্টেশন (Railway Station)।

Advertisements

একটি গোটা রাজ্যে একটি রেলস্টেশন সত্যিই অবাক করা! এখন প্রশ্ন হল দেশে কোন রাজ্য যে রয়েছে যেখানে একটিমাত্র রেলস্টেশন রয়েছে? একটিমাত্র রেলস্টেশন রয়েছে এমন রাজ্যটির নাম হল মিজোরাম (Mizoram)। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে থাকা একটি মাত্র রেল স্টেশনের নাম হল বৈরাবী (Bairabi)। মিজোরামের এই একমাত্র রেল স্টেশনটি অবস্থিত কোলাসিব জেলায়। স্টেশনটি আবার অবস্থিত একেবারে শেষ প্রান্ত এলাকায়।

মিজোরামের মতো রাজ্যের মোট ১১ লক্ষ মানুষের বসবাস। এই সমস্ত বাসিন্দাদের বৈরাবী রেল স্টেশনের উপরে নির্ভরশীল থাকতে হয়। যাত্রীদের পাশাপাশি পণ্য পরিবহনের ক্ষেত্রেও এই রেলস্টেশনটির উপরই নির্ভরশীল। এই রেল স্টেশনে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে এবং চারটি লাইন অর্থাৎ ট্র্যাক রয়েছে। এই রেলস্টেশনটি খুবই ছোট একটি রেলস্টেশন। পরবর্তীতে ২০১৬ সালে রেলস্টেশনের প্ল্যাটফর্ম এবং ট্র্যাকের সংখ্যা বৃদ্ধি করা হয়। এছাড়াও আরও বেশ কিছু সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়। তবে যেমনটা দরকার ঠিক ততটা উন্নতি সাধন হয়নি বলেও অভিযোগ।

Advertisements