নিজস্ব প্রতিবেদন : রাস্তাঘাটে যাতায়াত করার ক্ষেত্রে সব সময় ট্রাফিক আইন (Traffic Rules) মেনে চলতে হয়। সে সাধারণ যাত্রী হোক অথবা যানবাহন চালক। এই ট্রাফিক আইন মানা না হলে ট্রাফিক পুলিশের তরফ থেকে জরিমানা আদায় করা হয়ে থাকে। প্রতিটি ট্রাফিক আইন লঙ্ঘন করার জন্য আলাদা আলাদা জরিমানা দিতে হয়। তবে ট্রাফিক আইন লঙ্ঘনকারীরা এক একবার ট্রাফিক আইন লঙ্ঘন করেই জরিমানা দিয়ে থাকেন। কিন্তু এই যুবকের কীর্তি শুনলে আপনি ‘থ’ হয়ে যাবেন।
যে যুবকের কথা বলা হচ্ছে সেই যুবক বারবার ট্রাফিক আইন লঙ্ঘন করে রীতিমত শোরগোল ফেলে দিয়েছেন। ৩৯ বার ট্রাফিক আইন লঙ্ঘন করার পরিপ্রেক্ষিতে তার নামে মামলা চলছিল। কিন্তু বারবার ট্রাফিক আইন লঙ্ঘন করেও নানান অজুহাতে এক টাকাও জরিমানা দেননি। শেষমেষ ৪০ বারে তাকে পাকড়াও করে পুলিশ আর পুরো ৪০টি ট্রাফিক আইন লঙ্ঘন করার জরিমানা তার থেকে আদায় করা হয়। বিপুল পরিমাণ এই জরিমানা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় ওই যুবককে।
৪০টি ট্রাফিক আইন লঙ্ঘন করে পুলিশের চোখে ফাঁকি দিয়ে ঘুরে বেড়ানো ওই যুবক শেষমেষ বেঙ্গালুরুর থলঘাটপুরা ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়েন এবং সেখানেই সমস্ত জরিমানা তাকে দিতে হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সচেতন করার জন্য ওই ট্রাফিক থানার তরফ থেকে সামাজিক মাধ্যমে ওই যুবকের ছবি এবং তার সঙ্গে মামলার লম্বা রশিদ সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়।
যদিও পুলিশের তরফ থেকে ওই যুবকের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে পুলিশের তরফ থেকে যে ছবি প্রকাশ করা হয়েছে সেই ছবিতে দেখা যাচ্ছে, ওই যুবক একজন ট্রাফিক পুলিশের সামনে দাঁড়িয়ে রয়েছেন। তার হাতে রয়েছে বিরাট লম্বা একটি চালান। ওই ট্রাফিক পুলিশ হাতে ধরে রয়েছেন POS। আর সামনে রয়েছে তার মোটরবাইকটি। এই ছবি ঘিরে এখন সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যাওয়ার পাশাপাশি তৈরি হয়েছে নানান বিতর্ক।
Total 40 pending cases clear ₹ 12000 pic.twitter.com/0WmaaHCxsF
— THALGHATTAPURA TRAFFIC (@tgpuratraffic) August 18, 2023
সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি আপলোড করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে লেখা হয়েছে, জরিমানা বাবদ ১২০০০ টাকা আদায় করা হয়েছে ওই যুবকের থেকে। তবে এই ঘটনায় সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলছেন, ওই যুবক যেখানে ৪০টি ট্রাফিক নিয়ম লঙ্ঘন করে ঘুরে বেড়াচ্ছিলেন সেই জায়গায় কেন শুধু টাকা নিয়ে ছেড়ে দেওয়া হল? কেন লাইসেন্স বাতিল করলো না পুলিশ।