নিজস্ব প্রতিবেদন : দাম্পত্য জীবন থেকে শুরু করে যৌন সম্পর্কে সুখ না মেলায় অনেককেই আছেন যারা পরকিয়ায় (Extra Marital Affair) জড়িয়ে পড়েন। বিবাহিত পুরুষ থেকে নারী বহু জনকেই এই ধরনের সম্পর্কে জড়িয়ে পড়তে দেখা যায়। এমনকি সাম্প্রতিককালে উঠে আসা বেশ কিছু সমীক্ষার রিপোর্ট থেকে জানা গিয়েছে এমন প্রবণতা এখন অনেক বেড়েছে। আবার অনেকেই রয়েছেন সম্পর্কের অবনতির কারণে এমন পথ বেছে নেন। এক্ষেত্রে নারী পুরুষ কেউই পিছিয়ে নেয়।
সাম্প্রতিককালে উঠে আসা বেশ কিছু সমীক্ষা থেকে জানা যাচ্ছে, সম্পর্কে অবনতির কারণে এই ধরনের পরকীয়ায় জড়িয়ে পড়া অন্ততপক্ষে ৭০% নারী এবং পুরুষের ক্ষেত্রেই প্রযোজ্য। পরকীয়ার দিকে যে সকল নারী-পুরুষরা ঝোঁকেন তাদের মধ্যে ২৬ শতাংশ মানুষ বিষয়টিকে ক্যাজুয়াল হুক আপ হিসাবে দেখেন। আর ১৫ শতাংশ মানুষ যারা ওপেন রিলেশনশিপে বিশ্বাসী।
আবার যে সকল নারী-পুরুষরা পরকীয়ায় জড়িয়ে পড়েন তারা নানান অজুহাত খাড়া করেন। এই নানান অজুহাতের মধ্যে ৩৩ শতাংশ নারী-পুরুষের অজুহাত একই রকম। এক্ষেত্রে তাদের অধিকাংশের অজুহাত অফিসে কাজের চাপের দরুণ আটকে থাকা। আবার ২৮ শতাংশ নারী-পুরুষ রয়েছেন যারা এই বিষয়টিকে বন্ধু-বান্ধবের রিলেশনশিপে নিয়ে যান। অজুহাত দিয়ে বলেন বন্ধুদের সঙ্গে আড্ডায় অথবা পার্টিতে রয়েছেন।
পরকীয়া নিয়ে বিভিন্ন ডেটিং সাইট থেকে উঠে আসা তথ্য এবং সমীক্ষা থেকে জানা গিয়েছে নির্দিষ্ট একটি পেশার সঙ্গে যুক্ত থাকা মহিলারা সবচেয়ে বেশি পরকীয়ায় জড়িয়ে পড়েন। শুধু তাই নয় ওই পেশার সঙ্গে যুক্ত পুরুষরাও পরকীয়ায় জড়িয়ে পড়া থেকে পিছিয়ে নেই। এই সমীক্ষার ফলাফল সামনে আসতেই রীতিমতো সবার মধ্যেই কৌতূহল কোন পেশার সঙ্গে যুক্ত মহিলা অথবা পুরুষরা সবচেয়ে বেশি পরকীয়ায় জড়িয়ে পড়েন!
সমীক্ষা রিপোর্ট থেকে জানা গিয়েছে, যে সকল মহিলারা চিকিৎসা সংক্রান্ত অথবা নার্সিং পেশার সঙ্গে যুক্ত, কোন সংস্থার ম্যানেজার পদে রয়েছেন অথবা সংস্থার প্রশাসনিক পদে রয়েছেন তাদের পরকীয়ায় জড়িয়ে পড়ার ঝোঁক সবচেয়ে বেশি। তবে মহিলারাই যে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন এমন নয়, এক্ষেত্রে পুরুষদের অবদানও কম নয়। ম্যানেজারের মত উচ্চপদে কর্মরত পুরুষদের বড় অংশ পরকীয়ায় জড়িয়ে পড়েন। এমনকি ইঞ্জিনিয়ার, সেলস ম্যানেজার সে নির্মাণ কর্মীদের মধ্যেও এই প্রবণতা অনেক বেশি।