একই জাতীয় সড়কের তিন নাম! ভারতের কোথায় রয়েছে এমন আজব রাস্তা

Laltu Mukherjee

Updated on:

Advertisements

লাল্টু : জাতীয় সড়ক (National Highway) হোক অথবা অন্য কোন সড়ক, তাদের চেনার জন্য বিভিন্ন ধরনের নাম দেওয়া হয়ে থাকে। যাতে পথ চলতি মানুষ থেকে যানবাহন চালক কারো কোন অসুবিধা না হয় তার জন্য প্রতিটি রাস্তার নাম আলাদা আলাদা দেওয়া হয়। তবে জানলে অবাক হবেন, ভারতে এমন একটি জাতীয় সড়ক রয়েছে যার ২ কিলোমিটারের নাম তিনটি! ওই ২ কিলোমিটার রাস্তায় থাকা নাম দেখলে যে কেউ ধন্দে পড়ে যেতে পারেন।

Advertisements

একই জাতীয় সড়কের তিন রকম নাম এখনও পর্যন্ত ভারতের কোথাও না থাকলেও এমনটা রয়েছে বীরভূমে। আর এই নামকরণ নিয়ে সাধারণ মানুষদের মধ্যেও রয়েছে নানান মতানৈক্য। এমনকি একই জাতীয় সড়কের তিন রকম নামের কারণে রীতিমত সমস্যায় পড়তে হচ্ছে দূর-দূরান্ত থেকে আসা যানবাহন চালক থেকে যাত্রীদের।

Advertisements

বীরভূমে একই জাতীয় সড়কের তিন রকম নাম থাকার ঘটনাটি লক্ষ্য করা গিয়েছে দুবরাজপুর পৌরসভার অন্তর্গত এলাকায়। যদিও স্থানীয়দের অনেকেই আবার এই বিষয়টি নজরে আসে নি। দুবরাজপুর পৌরসভা এলাকায় রানীগঞ্জ-মোরগ্রাম জাতীয় সড়কের ধারে যে বোর্ড লাগিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, সেখানে কোথাও লেখা রয়েছে NH60, আবার কোথাও লেখা রয়েছে NH14, আবার কোথাও লেখা রয়েছে শুধুমাত্র NH। এই একই রাস্তায় বিভিন্ন রকম বোর্ড দেখে বিভ্রান্ত সাধারণ মানুষ।

Advertisements

যে তিন জায়গায় এই বোর্ড তিনটি রয়েছে সেগুলি হল, দুবরাজপুর পৌরসভার কাছে জাতীয় সড়কের পাশে থাকা বোর্ডে লেখা আছে NH60, দুবরাজপুরের পাহাড়েশ্বরের কাছে জাতীয় সড়কের ধারে বোর্ডে লেখা NH14 এবং দুবরাজপুরের দরবেশ মোড়ে জাতীয় সড়কের ধারে থাকা বোর্ডে লেখা শুধুমাত্র NH। অনেকেরই প্রশ্ন, সামান্য এই ২ কিলোমিটার রাস্তার মধ্যে জাতীয় সড়কের তিন জায়গায় তিন রকম নাম বা ফলক! স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে জাতীয় সড়কের কাজের তত্ত্বাবধান নিয়েও।

প্রসঙ্গত, এই এলাকায় জাতীয় সড়কের এমন তিন রকম নামের যে সকল বোর্ড লাগানো রয়েছে সেগুলি আজকের নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই এগুলি রয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয় বাসিন্দা থেকে পথ চলতি মানুষ যাদের চোখে এই ঘটনা পড়েছে তাদের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে, জাতীয় সড়ক কর্তৃপক্ষ তিনটি বোর্ডের মধ্যে যেটি সঠিক সেটি রেখে বাকিগুলি খুলে দিক। তাতে সবার সুবিধা হবে।

Advertisements