নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের প্রায় এক কোটির বেশি মানুষ রেল পরিষেবার ওপর ভর করে ভারতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। যে কারণে ভারতীয় রেলকে (Indian Railways) ভারতের গণপরিবহনের মেরুদন্ড বলা হয়। ভারতীয় রেলের চাহিদা দিন দিন যত বেড়ে চলেছে রেলের তরফ থেকেও সেই চাহিদায় পরিপূর্ণতা আনার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে।
ভারতীয় রেল রেল ব্যবস্থাকে আরো সুন্দর থেকে সুন্দরতর করার জন্য যে সকল পদক্ষেপ নিচ্ছে তার মধ্যে অন্যতম ফসল হলো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এটিই হল ভারতের এখনো পর্যন্ত সবচেয়ে দ্রুতগামী ট্রেন। এই ট্রেন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এবং এতে রয়েছে অত্যাধুনিক সব সুবিধা। বর্তমানে ভারতীয় রেলের এই ট্রেনটি ২৫টি রুটে যাতায়াত করছে।
এই ২৫ টি রুট ছাড়াও সেপ্টেম্বর মাসেই দেশের ৯টি রুটে ৯টি বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে বলে জানা গিয়েছে। গত দুমাস ধরে নতুন কোন বন্দে ভারত চালু করা না হলেও এবার একসঙ্গে, এক ধাক্কায় ৯টি বন্দে ভারত চালু করা হবে এমনটাই জানা গিয়েছে। দেশের শেষ নতুন বন্দে ভারত চালু হয় ৭ জুলাই ২০২৩। তবে এরই মধ্যে সূত্র মারফত জানা গেল, সেপ্টেম্বর মাসেই বাংলা সহ দেশের ৯টি রুটে চালু হবে ৯টি নতুন বন্দে ভারত।
নতুন যে ৯টি বন্দে ভারত এক্সপ্রেস আসছে সেই সকল রুটগুলি সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে পশ্চিম রেল একটি বন্দে ভারত পাবে। পশ্চিম রেল ছাড়াও বন্দে ভারত পাবে উত্তর রেল, দক্ষিণ মধ্য রেল, পূর্ব উপকূলীয় রেল এবং পূর্ব মধ্য রেল। এর পাশাপাশি নতুন এই ট্রেনগুলি কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাতায়াত করবে সেই সম্পর্কেও সূত্র মারফত একাধিক তথ্য পাওয়া গিয়েছে।
সূত্র মারফত পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, জয়পুর থেকে ইন্দোর, জয়পুর থেকে উদয়পুর, পুরি থেকে রৌরকেল্লা, পাটনা থেকে হাওড়া সহ আরও বেশ কিছু রুটে ট্রেনগুলি যাতায়াত করবে। এই সকল রুটগুলির মধ্যে পাটনা হাওড়া রুটে যে বন্দে ভরত চালু হওয়ার পরিকল্পনা চলছে, তার ট্রায়াল রান ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে। সুতরাং এই ট্রেনটি কেবলমাত্র উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।