৩০০ একর জমিতে গড়ে উঠবে শিল্প! এই জেলার বাসিন্দাদের জন্য বড় পদক্ষেপ রাজ্যের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের শাসক দল তৃণমূলকে বিরোধীরা বারবার শিল্পবিরোধী তকমা দিয়ে থাকেন। তবে সেই শিল্পবিরোধী তকমা ঘোচানোর জন্য রাজ্য সরকারের তরফ থেকে একের পর এক নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়ে আসছে। পুজোর আগেই রাজ্যে শিল্প টানতে বিদেশ ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। এরপর আবার দিন কয়েক আগেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন করা হয়।

Advertisements

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে দেশ তথা বিশ্বের অন্যতম শিল্পপতি মুকেশ আম্বানি সহ অন্যান্যদেরও উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। যে সম্মেলনে শিল্পপতিদের তরফ থেকে বিনিয়োগের জন্য ঢালাও প্রতিশ্রুতি দিতেও দেখা যায়। এসবের মধ্যে এবার শিল্পের অগ্রগতিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বড় একটি পদক্ষেপ নেওয়া হল। যে বড় পদক্ষেপ রাজ্য সরকারের শিল্প টানার ক্ষেত্রে বড় পদক্ষেপ হলেই মনে করা হচ্ছে।

Advertisements

সোমবার বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। যে বৈঠকে শিল্প গড়ে তোলার জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়। রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যে বিনিয়োগ টানার জন্য ঢালাও কর্মসূচি গ্রহণের পাশাপাশি এবার ৩০০ একর জমি দেওয়া হল। এই ৩০০ একর জমি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে। বিপুল পরিমাণ এই জমি দেওয়া হয়েছে মূলত শিল্প করার জন্যই বলে জানা যাচ্ছে সুত্র মারফত।

Advertisements

পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে যে ৩০০ একর জমি দেওয়া হয়েছে সেই জমি রয়েছে পশ্চিম মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুরে এমনিতেই বিভিন্ন ধরনের শিল্প রয়েছে এবং পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলীর ইস্পাত কারখানাও রয়েছে। সৌরভ গাঙ্গুলীর এই জেলায় বিনিয়োগের কথা জানানোর পরই অনেকেই এখানে বিনিয়োগ করার জন্য আগ্রহ দেখাচ্ছেন বলে জানা যাচ্ছে রাজ্য শিল্পোন্নয়ন নিগম সূত্রে। স্বাভাবিকভাবেই এই জেলায় শিল্প তৈরি করার জন্য জমির চাহিদা বাড়ছে।

জমির এমন চাহিদার বিষয়টি সামনে রেখেই ৩০০ একর জমি শিল্পোন্নয়ন নিগমকে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এছাড়াও ইতিমধ্যেই বেশ কিছু সংস্থা এই জেলায় বিনিয়োগের জন্য আবেদন করেছেন। এসবের পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া এই জমির সুফল মিলবে শিল্পের জন্য। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে আরও নতুন নতুন সংস্থা বিনিয়োগ করলে জেলার পরিকাঠামোয় আরও উন্নতি ঘটবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

Advertisements