Do you know the favorite cars of political leaders of the country: এদেশের নেতা মন্ত্রীদের বরাবর নামি-দামি গাড়ি ব্যবহার করতে দেখা যায়। সুরক্ষার দিক থেকে তাদের পছন্দের তালিকায় আছে বেশ কিছু গাড়ির নাম (Favorite cars of Political Leaders)। বর্তমানে ভারতীয় বাজারে বহু টেকসই এবং মজবুত গাড়ির সম্ভার লক্ষ্য করা যায়। কিন্তু, বিভিন্ন ধরনের গাড়ির মধ্যে যদি নির্দিষ্ট কয়েকটি গাড়ির ব্যবহার বেশি হয়, তাহলে আপনাকে বুঝে নিতে হবে সেই চার চাকার মধ্যে বিশেষ কিছু রয়েছে।
আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হবে ভারতের হেভিওয়েট নেতা মন্ত্রীদের কিরকম গাড়ি সবথেকে পছন্দের। একঝলকে দেখে নিন এমন ৫টি গাড়ি সম্পর্কে (Favorite cars of Political Leaders) বাজারে যা সাধারণ মানুষের পাশাপাশি দেশের রাজনৈতিক নেতারাও তাঁদের ব়্যালিতে ব্যবহার করে থাকেন।
আপনারা হয়তো জানেন না যে, বিভিন্ন ব়্যালি কিংবা সভা, পাশাপাশি যাতায়াতের ক্ষেত্রে নেতা মন্ত্রীদের ভরসার গাড়ির তালিকাতে নাম আছে এই পাঁচ গাড়ির (Favorite cars of Political Leaders)। যে কোনও রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারে আপনি সহজেই এই গাড়িগুলোকে দেখতে পাবেন। এই চার চাকাগুলোতে এমন কী সুরক্ষা এবং সুবিধা রয়েছে যে তারা গাড়িগুলি এত পছন্দ করেন? আসুন দেরি না করে জেনে নিই।
আরও পড়ুন ? Petrol: গাড়িতে এত পেট্রোল ঢালছেন কিন্তু জানেন না এর আবিষ্কারকের নাম! না জানাটাই স্বাভাবিক
রাজনৈতিক নেতাদের সবথেকে পছন্দের SUV হল টয়োটা ফর্চুনার। জানলে অবাক হবেন ভারতে প্রতি বছর হাজার হাজার ফর্চুনার বিক্রি করে এই জাপানি সংস্থাটি। যেমন সাধারণ মানুষ পছন্দ করে তেমনি পছন্দ করে বহু নেতা-মন্ত্রী। এর পিছনের আসল কারণ আপনি কি জানেন? গাড়িটির বিল্ড কোয়ালিটি, কমফোর্ট এবং স্পেসিফিকেশন সবার থেকে আলাদা করে তুলেছে। রাজনৈতিক নেতাদের কাছে এই গাড়িটি রয়েছে অথবা তাদের কনভয়ে এই গাড়িটির ব্যবহার বেশি লক্ষ্য করা যায়। গাড়িটির দাম হলো ৩৩.৪৩ লাখ টাকা থেকে শুরু।
এই দৃশ্য আশাকরি সবাই দেখেছেন যে, জনগণের ভিড়ের মধ্যে দিয়ে একটি সাদা রংয়ের গাড়িতে নেতা মন্ত্রীরা হাত নাড়াতে নাড়াতে যাচ্ছেন। সাদা রঙের ওই গাড়িটি হল মাহিন্দ্রা স্করপিও। তবে শুধু সাদা নয়, বিভিন্ন রংয়ের গাড়ি পাওয়া যায় এই কোম্পানির। যেমন দুর্ধর্ষ লুক, তেমন দারুণ বিল্ড কোয়ালিটি ও কমফোর্টের কারণে বহু নেতাদের প্রথম পছন্দ মাহিন্দ্রা স্করপিও। গাড়িটির দাম হলো ১৫.৬২ লাখ টাকা (এক্স-শোরুম)। তালিকাতে আছে আরো তিনটি গাড়ি যেমন, Toyota Innova, Maruti Suzuki Ciaz এবং Land Cruiser।