নিজস্ব প্রতিবেদন : ক্ষমতায় থাকা যেকোনো রাষ্ট্রনেতার বিরুদ্ধে সমীক্ষার ফলাফল যাওয়া মানেই সেই রাষ্ট্রনেতার রাতের ঘুম উড়ে যাওয়া। প্রত্যেক দেশের রাষ্ট্রনেতাদের মত এবার এমনই ঘটনা ঘটেছে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের (Joe Biden) ক্ষেত্রেও। কেননা সম্প্রতি একটি সমীক্ষার ফলাফল থেকে জানা যাচ্ছে, আসন্ন আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে (USA Presidential Election) বাইডেনকে জোর টক্কর দিতে চলেছেন ট্রাম্প (Donald Trump)।
আগামী বছরই রয়েছে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন। আসন্ন এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা করেছেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আর রাষ্ট্রপতি নির্বাচনে নেমে তিনি দ্বিতীয়বারের জন্য জয়ের আশা দেখছেন। বিভিন্ন জনমত সমীক্ষা থেকে উঠে আসা ফলাফল থেকে এমনটাই টের পাওয়া যাচ্ছে। সেই সকল সমীক্ষার ফলাফল বলছে, ট্রাম্পের উপরে মার্কিনদের বড় অংশ ভরসা রাখতে চাইছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে কাকে মার্কিনিরা দেখতে চান তা নিয়ে সম্প্রতি একটি সমীক্ষার ফলাফলে যা উঠে এসেছে, তাতে ৬১% মার্কিনিরা জো বাইডেনের বিপক্ষে কথা বলেছেন। এই ৬১% মানুষ চাইছেন পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে। শুধু এই একটি সমীক্ষা নয়, এর পাশাপাশি আরও একাধিক পরীক্ষার ক্ষেত্রেও এমন বড় ব্যবধান লক্ষ্য করা গিয়েছে।
আরও পড়ুন ? জনপ্রিয়তার নিরিখে বিশ্বে এখন কত নম্বরে মোদি? বাইডেন-সুনকই বা তালিকায় কোন জায়গায়
আসন্ন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ছাড়াও আরও একগুচ্ছ মুখ প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারেন বলে জানা যাচ্ছে। যারা প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারেন তাদের মধ্যে আবার একজন রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত। প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামী। যদিও সমীক্ষার যে সকল ফলাফল সামনে এসেছে তাতে তার পক্ষে খুব একটা ভালো ফলাফল লক্ষ্য করা যাচ্ছে না। তিনি পেতে পারেন পাঁচ শতাংশ ভোট।
বাকি যারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তাদের মধ্যে রয়েছেন ফ্লোরিডার প্রাক্তন গভর্নর রন ডিস্যান্টিস, দক্ষিণ ক্যারোলিনার প্রাক্তন গর্ভনর নিকি হ্যালি এবং নিউ জার্সির প্রাক্তন গভর্নর ক্রিস ক্রিস্টিই। সমীক্ষার ফলাফল থেকে জানা যাচ্ছে, ডিস্যান্টিস ও হ্যালি পেতে পারেন ১১ শতাংশ করে ভোট। অন্যদিকে ক্রিস্টির ঝুলিতে মাত্র ২ শতাংশ ভোট। সুতরাং এই সকল প্রতিদ্বন্দ্বীরা কেউ ডোনাল্ড ট্রাম্পের ধারে কাছে পৌঁছাতে পারেননি।