5 Trillion dollars Economy: ভেবেই ঘুম উড়ছে চীনের! এই প্রথম এত বড় লাফ দিতে চলেছে ভারতের অর্থনীতি!

Prosun Kanti Das

Published on:

Advertisements

After independence economy of India will reach 5 trillion dollars for the first time: খুব শীঘ্রই ভারত সম্মুখীন হতে চলেছে আর্থিক বৃদ্ধির। ২০২৫ সালের মধ্যেই দেশের জিডিপি আকাশ ছুঁতে চলেছে। এমনই বক্তব্য পেশ করেছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আরো জানিয়েছেন যে, ভারত হয়তো ২০২৫ সালের শেষ নাগাদ ৫০০০ বিলিয়ন মার্কিন ডলার বা ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছে যাবে (5 Trillion dollars Economy)। এই কথা তিনি প্রকাশ্যে আনেন দেহরাদুনে আয়োজিত ‘উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টরস সামিটে’। পাশাপাশি সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের কারণে গত এক দশকে ভারত প্রতিটি জায়গায় নিজেকে প্রমাণ করতে পেরেছে।

Advertisements

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রসঙ্গে আরো বলেন যে, আজ বিশ্ব আশাভরা চোখে ভারতের দিকে তাকিয়ে আছে। ভাবলে অবাক লাগে যে কিভাবে ভারত ২০১৪ থেকে ২০২৩ এর মধ্যে, ১১ তম অর্থনীতি থেকে বিশ্বের পঞ্চম অর্থনীতি হয়ে উঠে এসেছে (5 Trillion dollars Economy)। তার বক্তব্য অনুযায়ী, স্বাধীনতার ৭৫ বছর পর করার পরও দেশের অর্থনীতি এতটা আর্থিক বৃদ্ধির সম্মুখীন হয়নি যতটা আগামী দিনে হতে চলেছে। এর জন্য পুরো কৃতিত্ব তিনি দেন প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী নেতৃত্ব এবং তার লক্ষ্য বাস্তবে রূপান্তর করার ক্ষমতাকে।

Advertisements

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ তথা বিশ্বের জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলন ও সন্ত্রাস মুক্ত বিশ্বের জন্য আন্তর্জাতিক প্রচারাভিযানের নেতৃত্ব দিচ্ছেন। সেই সঙ্গে তিনি মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামের দ্বারা বিশ্বের মন্থর জিডিপি বাড়াতে সচেষ্ট হয়েছেন। অমিত শাহ বলেন, G-20 সম্মেলনে যেসব আলোচনা হয়েছে তা কূটনৈতিক ফ্রন্টে ভারতের একটি বড় অর্জন, এই ঘটনা বিশ্ব ইতিহাসে ভালোভাবে খোদাই করা থাকবে। বিশ্ব অর্থনীতিতে ভারত তার নিজের জায়গা মজবুত করেছে (5 Trillion dollars Economy)।

Advertisements

আরও পড়ুন ? চিনের ঘাড়ে ফেলবে নিঃশ্বাস! মোদির আমলে ভারতের GDP বৃদ্ধি নিয়ে বড় ইঙ্গিত দিল RBI

উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টরস সামিটের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং জানিয়েছেন, ওনার তৃতীয় মেয়াদে ভারত আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে (5 Trillion dollars Economy)। এছাড়াও থাকবে স্থানীয় জিনিসের প্রচার ও স্বনির্ভর গোষ্ঠীগুলির আয় বাড়ানোর চেষ্টা। এমনকি তিনি ‘হাউস অফ হিমালয়’ ব্র্যান্ডও চালু করেছেন।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পর্যন্ত দেশের আর্থিক বৃদ্ধি নিয়ে প্রশংসা করেছে। গভর্নর শক্তিকান্ত দাস বলেন, ভারতের জিডিপি ২০২৩-২০২৪ আর্থিক বছরে ৭ শতাংশে পৌঁছতে পারে এমনটাই আশা করা যাচ্ছে। দেশের আর্থিক বৃদ্ধি নিয়ে কিন্তু নিশ্চিত RBI। অন্যদিকে, দেশের অর্থনীতি নিয়ে বিশেষজ্ঞরাও একেবারে নিশ্চিত। ভারতের আর্থিক গতি কিন্তু মসৃণ। যদি এই বৃদ্ধি অব্যাহত থাকে আগামী ৩ বছরের মধ্যেই বিশ্বের তৃতীয় আর্থিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে ভারত।

Advertisements