চিনের ঘাড়ে ফেলবে নিঃশ্বাস! মোদির আমলে ভারতের GDP বৃদ্ধি নিয়ে বড় ইঙ্গিত দিল RBI

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : সাম্প্রতিককালে ভারতের জিডিপি (GDP) বৃদ্ধির হার যথেষ্ট সন্তোষজনক বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। ভারতের জিডিপি বৃদ্ধির হার সম্পর্কে গত কয়েকদিন আগেই মার্কিন এক আর্থিক সংস্থা বড় ভবিষ্যৎবাণী করেছে। ঠিক সেই রকমই এবার বড় ইঙ্গিত দিতে দেখা গেল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে (RBI)। বড় ইঙ্গিত অনুযায়ী চিনের ঘাড়ে নিঃশ্বাস ফেলা কেবল সময়ের অপেক্ষা।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সম্প্রতি যে ইঙ্গিত দেওয়া হয়েছে তাতে মনে করা হচ্ছে, চলতি অর্থ বর্ষেই ভারতের জিডিপি বৃদ্ধির হার আরও বাড়তে পারে। বিশেষজ্ঞদের তরফ থেকে মনে করা হচ্ছে, যদি ভারত জিডিপি বৃদ্ধির যে হার নিয়ে চলছে সেই গতি ধরে রাখতে পারলে খুব তাড়াতাড়ি ভারতের জন্য সুখবর আসবে। এই সুখবর হবে বিশ্ব অর্থনীতিতে। যে জায়গায় এর আগে কখনো ভারত পৌঁছাতে পারেনি। আর সেই সুখবর আসতে পারে মোদি জামানাতেই।

অর্থনৈতিক মহলের দাবি অনুযায়ী, ভারতের অর্থনীতি আগে ছিল পরিষেবামূলক। কিন্তু সেই অর্থনীতিতে এখন বড়সড় বদল এসেছে। ভারত এখন পরিষেবামূলক অর্থনীতিকে পার করে উৎপাদনমূলক অর্থনীতিতে পৌঁছে গিয়েছে। এখন ভারত বিশ্বের উৎপাদনশীল দেশগুলির মধ্যে অন্যতম দেশে পরিণত হয়েছে। এর ফলেই ভারতের জিডিপি বৃদ্ধির হার বেড়েছে এবং খুব তাড়াতাড়ি ভারত বড় কিছু করে দেখাবে।

আরও পড়ুন 👉 রাতের ঘুম উড়ছে চিনের! হু হু করে বাড়ছে GDP, অর্থনীতিতে তৃতীয় দেশ ভারত!

শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাশ জানান, চলতি অর্থবর্ষের শেষে ভারতের জিডিপি বৃদ্ধির হার সাত শতাংশে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। তার আগে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬.৫ শতাংশে পৌঁছাবে এমনটাই অনুমান। গত বুধবার থেকে জিডিপি সহ আর্থিক বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের পলিসি মনিটারি কমিটির বৈঠক শুরু হয় এবং তিনদিনের বৈঠক শেষে এমনই খুশির খবর দেওয়া হয়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাশ জানান, “চলতি অর্থ বর্ষের জিডিপি বৃদ্ধির হার ৭% প্রজেক্ট হিসাবেই ধরা হচ্ছে। এক্ষেত্রে তৃতীয় ত্রৈমাসিকে ৬.৫% এবং চতুর্থ ত্রৈমাসিকে ৬% থাকবে। ২০২৪-২৫ অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ৬.৭% থাকবে। দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকে থাকবে যথাক্রমে ৬.৫% এবং ৬.৪%। জিডিপি বৃদ্ধির এই হারের ভারসাম্য বজায় থাকার ফলে সেই ভাবে ঝুঁকি থাকবে না।”

ভারতের জিডিপি বৃদ্ধির হার যে গতিতে চলছে সেই গতি যদি চলতে থাকে তাহলে আগামী তিন বছরের মধ্যেই ভারত বিশ্বের তৃতীয় অর্থনীতি দেশ হয়ে দাঁড়াবে। এই তালিকায় এই মুহূর্তে প্রথমেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপর চীন, পরের দুটি দেশ যথাক্রমে জার্মানি এবং জাপান। পাঁচ নম্বরে রয়েছে ভারত। তবে ভারতের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ভারতকে এক ধাপে তিন নম্বরে পৌঁছে দিতে পারে। ভারত তিন নম্বরে পৌঁছে গেলেই চীনের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে, কেননা দু’নম্বরে রয়েছে ড্রাগনদের দেশ।