MG Comet EV: জলের দরে পেয়ে যান ভারতের সবচেয়ে ছোট EV গাড়ি, সঙ্গে দুর্দান্ত ছাড়ও

Prosun Kanti Das

Published on:

Advertisements

Get India’s Smallest EV Car MG Comet for cheap: বর্তমান গাড়ির বাজারে পেট্রোল কিংবা ডিজেল গাড়ির থেকেও ইলেকট্রিক গাড়ির চাহিদা অনেক গুণ বেড়ে গেছে। জানলে অবাক হবেন MG Comet নিয়ে এসেছে ক্রেতাদের জন্য বিশেষ ছাড়। ভারতের সবথেকে সস্তা এবং ছোট ইলেকট্রিক গাড়ি এই কমেট(MG Comet EV)। এই গাড়ি কিনলে ক্রেতারা ছাড় পাবেন ৬৫,০০০ টাকা। ইভি গাড়ির চাহিদা অনুযায়ী নিউ ইয়ারের আগেই গ্রাহকরা পেয়ে যাবে এই দুর্দান্ত অফার। কিন্তু জেনে রাখুন এই ছাড় আপনি পাবেন শুধুমাত্র ৩১ ডিসেম্বর পর্যন্ত। কারওয়ালে’র রিপোর্ট অনুযায়ী, মরিস গ্যারাজের ৪ সিটার ইলেকট্রিক গাড়িটি তিন রকম ভ্যারিয়েন্ট রয়েছে – পেস, প্লে এবং প্লাস। গাড়ির এক্স-শোরুম দাম হলো ৭.৯৮ লাখ টাকা।

Advertisements

রিপোর্টের মাধ্যমে জানা যায়, ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস এবং কর্পোরেট বোনাস হিসাবে কোম্পানির ছাড়ের এই সুবিধা আপনি সহজেই পেতে পারবেন। এই সম্পর্কে আপনি যদি আরো বিস্তারিত জানতে চান সংস্থার অথরাইজ ডিলারের সঙ্গে যোগাযোগ করুন। চার চাকায় রয়েছে ১৭.৩ kwh ব্যাটারি প্যাক যা ০ থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় নেয় ৭ ঘণ্টা। যদি গাড়িটি (MG Comet EV) ফুল চার্জ দেন তাহলে ২৩০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। সর্বোচ্চ ৪১ হর্সপাওয়ার এবং ১১০ এনএম টর্ক তৈরি করতে পারে এই গাড়িটি।

Advertisements

একনজরে দেখে নিন কি কি ফিচারস আছে এতে ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন, অটোমেটিক ট্রান্সমিশন, LED লাইটিং, ওয়্যারলেস চার্জার ইত্যাদি। সাধারণত নিত্যদিনের যাতায়াতের জন্য ভারতে এই ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে এমজি। ভারতীয় বাজারে ছড়িয়ে আছে বিভিন্ন ধরনের ইলেকট্রিক গাড়ি যেমন Comet EV (MG Comet EV)ছাড়াও MG Hector, MG Gloster, MG Astor, এবং ZS EV। প্রত্যেকটি গাড়িতেই পাওয়া যাবে নির্দিষ্ট পরিমাণ ছাড়।

Advertisements

আরও পড়ুন ? ন্যানোর থেকেও ছোট! এপ্রিলেই নতুন ইলেকট্রনিক গাড়ি পাচ্ছে ভারত

ক্রেতাদের পক্ষে জেনে রাখা ভালো যে, MG Hector গাড়িতে সর্বাধিক ১ লাখ টাকার সুবিধা পাওয়া যাবে। Gloster এবং Astor গাড়িতে ছাড় পাবেন ১.৫ লাখ টাকা। অন্য আরেকটি ইলেকট্রিক গাড়ি যাতে ZS EV রয়েছে তাতেও ৫০,০০ টাকা এক্সচেঞ্জ বোনাস-সহ ১.৫ লাখ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এই গাড়িটি হলো একটি ৫ সিটার SUV। এই গাড়িতে রয়েছে ৫০.৩ kwh ব্যাটারি প্যাক, আপনি ফুল চার্জ দিলে গাড়িটি রেঞ্জ দিতে পারে ৪৬১ কিলোমিটার। এই গাড়িতে ব্যাটারি চার্জ হতে সময় নেয় ৮ থেকে ৯ ঘণ্টা। বর্তমান বাজারে Comet EV(MG Comet EV) ক্রেতাদের মন জয় করেছে সহজেই।

ইভি গাড়িতে আপনি ফিচার্স পাবেন অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম (ADAS), ১০.১১ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ৭ ইঞ্চি ড্রাইভার ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি, এয়ার কোয়ালিটি কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, পার্কিং সেন্সর, ভয়েস কমান্ড, নেভিগেশন সিস্টেম, USB চার্জিং পোর্ট ইত্যাদি।

Advertisements