ন্যানোর থেকেও ছোট! এপ্রিলেই নতুন ইলেকট্রনিক গাড়ি পাচ্ছে ভারত

ভারতের বাজারে আসছে মরিস গ্যারেজেস বা এমজি মোটরের (MG Motors) নতুন কম্প্যাক্ট ইলেকট্রিক গাড়ি। এই এপ্রিলেই ভারতীয় বাজারে চলে আসছে গাড়িটি। এই মডেলটি গাড়ি প্রেমীদের খুব পছন্দ হবে বলে মনে করছেন, কোম্পানি। কারণ লঞ্চ হওয়ার কথা ঘোষণা হতেই ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে। ছোট্ট এমজি কমেট (MG Comet EV) গাড়িটিকে নিয়ে চর্চা শুরু হয়ে গেছে।

পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে অনেকেই এখন ইলেকট্রিক গাড়ির (Electronic vehicle) দিকে ঝুঁকেছেন। দু’চাকা হোক বা চার চাকা, বিদ্যুৎচালিত গাড়ি ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করেন অনেকেই। তাঁদের জন্যই সুখবর শোনাল এমজি মোটর। সম্প্রতি কোম্পানির তরফে টুইট জানানো হয়েছে, খুব তাড়াতাড়িই ভারতীয় বাজারে এসে যাবে এমজি মোটরের নতুন কম্প্যাক্ট ইলেকট্রিক গাড়ি। এই গাড়িটি টাটা ন্যানোর থেকেও ছোট হবে এমনই জানা যাচ্ছে।

এই গাড়ির স্টিয়ারিং হুইলে চমক রয়েছে। সম্প্রতি এই গাড়ির নতুন স্টিয়ারিং হুইল প্রকাশ করা হয়েছে। টু-স্পোক মাল্টি-ফাংশনের স্টিয়ারিং হুইল থাকছে গাড়িটিতে। এই স্টিয়ারিং হুইল থাকা বোতামগুলি দেখলে আপনার মনে হতে পারে আপনি অ্যাপেল আইপ্যাড (Apple iPad) ব্যবহার করছেন।

আসন্ন এই MG EV-তে ১০.২৫ ইঞ্চির ইনফোটেইনমেন্ট সিস্টেম, ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং কানেক্টেড কার টেকনোলজি দেওয়া হবে। এদিকে আপনি যদি গাড়িটির এক্সটিরিয়ার ডিজ়াইনটি দেখেন, তাহলে লক্ষ্য করবেন MG Comet EV যেন অনেকটাই Wuling Air EV-র রিব্যাজড বা রিব্র্যান্ডেড ভার্সন। প্রসঙ্গত, এই Wuling Air EV বিক্রয় করা হয় ইন্দোনেশিয়ার মার্কেটে।

MG Comet EV-তে ৫০kW মোটর দেওয়া হচ্ছে, যা পেয়ার করা থাকবে ২৫kWh ব্যাটারির সঙ্গে। পাশাপাশি এ-ও জানা গিয়েছে, MG Comet EV এক চার্জে ২৫০km থেকে ৩০০km পর্যন্ত দৌড়তে পারবে। সংস্থার তরফে বলা হয়েছে, বর্তমানে বেশিরভাগ ইলেকট্রিক গাড়ির দাম মধ্যবিত্তের সাধ্যের বাইরে, সেই কথা মাথায় রেখেই গাড়ির দাম রাখতে পারে এমজি মোটর। মনে করা হচ্ছে, এই গাড়ির দাম ১০-১৫ লাখের মধ্যে থাকবে।